আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণের কর্মকান্ড নিয়ে নির্মিত প্রথম ছবি যুক্তরাষ্ট্রের ২২৫ সিনেমা হলে প্রদর্শিত হবে ৩১ মার্চ



গ্রামীণ ব্যাংকের সাফল্য তথা দারিদ্র্য মুক্তির অভিনব কৌশলের আলোকে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত চিত্র নির্মাতা গেইল ফেরারোর ৬০ মিনিটের ছবি ‘টু ক্যাচ এ ডলার : মুহম্মদ ইউনূস ব্যাংক অন আমেরিকা’ একযোগে যুক্তরাষ্ট্রের ২২৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ৩১ মার্চ বৃহস্পতিবার। ঠিক সন্ধ্যা সাড়ে ৭টায় এ ছবি প্রদর্শনী শুরু হবে। এর আগে গ্রামীণ ব্যাংকের কর্মকান্ড এবং তার কর্মপরিধি যুক্তরাষ্ট্রে বিস্তৃত হওয়া নিয়ে একটি প্যানেল ডিসকাশন হবে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে ড. মুহম্মদ ইউনূসও অংশ নেবেন ঐ আলোচনায়। সঞ্চালন করবেন সিএনবিসির প্রখ্যাত সাংবাদিক মারিয়া বারটিরমা।

এ ছবি দেখার উদাত্ত আহবান জানিয়ে ড. মুহম্মদ ইউনূস এক ই-মেইল বার্তায় সর্বসাধারণের উদ্দেশ্যে বলেছেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্যে বর্তমান সময়টি খুবই সংকটাপন্ন সারাবিশ্বেই এবং ব্যক্তিগতভাবে আমিও বাংলাদেশে কঠিন সময় পাড় করছি। বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে আমাদের কী ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে তা কারো অজানা নেই। এমনি সময়ে গেইল ফেরারো গ্রামীণের কর্মকান্ডের প্রতি মানুষকে উৎসাহিত করার মত একটি ছবি তৈরী করেছেন গ্রামীণ আমেরিকানের সাহসী সদস্যবর্গের সহায়তায়। দারিদ্র্য মুক্তির লক্ষে গ্রামীণ তথা ক্ষুদ্রঋণের কার্যক্রম অব্যাহত রাখার জন্যে এ ছবির গুরুত্ব অপরিসীম। ড. ইউনূস লিখেছেন, ৩১ মার্চ পরীক্ষামূলকভাবে ২২৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

সেদিন যদি আশানুরূপ সাড়া পাওয়া যায় তাহলে পরবর্তীতে আরো বেশীসংখ্যক হলে এর প্রদর্শনী চলবে। তিনি সকলকে বন্ধু-বান্ধব নিয়ে হলে যাবার আহবান জানিয়েছেন। গ্রামীণ ব্যাংক এবং ড. মুহম্মদ ইউনূসকে ঘিরে আমেরিকানদের মধ্যে সৃষ্ট আবেগ-অনুভূতির পরিপ্রেেিত মনে করা হচ্ছে যে, ছবিটি ব্যাপকসংখ্যক দর্শক কুড়াতে সম হবে। গ্রামীণ তথা ক্ষুদ্রঋণের এ সংকট কাটিয়ে উঠতে যারা আন্তরিকতার সাথে কাজ করছেন তারা ঐ ছবির প্রদর্শনীর তথ্য ব্যাপকভাবে প্রচার করছেন ই-মেইল ও ওয়েবসাইটের মাধ্যমে নিউইয়র্ক থেকে এনা : লিনক http://www.probashaprotidin.com/ মঙ্গলবার, 29 মার্চ 2011 13:25

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.