আমার কথা সিরিয়াসলি নিয়া বাঁশ খাইলে নিজ দায়িত্বে বাঁশ খাইয়েন মোবাইল কম্পানীগুলা যে একটু বেশি ফাজিল আর সুবিধাবাদী শয়তান এই কথা আগেই জানা ছিল। কিন্তু শালারা যে এত্ত বান্দর তা আগে মাথায় আসে নাই।
ঐ দিন একটা জরুরী কাজে এয়ারটেল সিমে দশ টাকা দিয়া P9 বান্ডেল কিনলাম। কাজ শেষ করলাম। তারপর ঘুমায়ে গেলাম।
দশ এমবি শেষও করতে পারিনাই,তার আগেই ভ্যালডিটি শ্যাষ!যাই হোক,তাতে আমি মাইন্ড করিনাই। কিন্তু কাহিনি হইল,আজকে সকালে আমি তাদের কাছে বান্ডেল কিনার জন্য ম্যাসেজ পাঠাইনাই। তারপরও তারা ভালোবাসা দেখায়ে আমারে দশ এমবি দিয়া গেল। ভালবাসায় প্রতিদান স্বরূপ আবার ১২ টাকা কেটেও নিল। মোবাইলে ছিলই মোটে ১৪টাকা।
তার মধ্যে ১২ টাকা কাইটে নিলে আর থাকেই বা কয় টাকা?আমি তাদের কাছে কি এই ভালবাসা চাইছিলাম?আবার শালারা ম্যাসেজ দিয়া কয় যে এই সার্ভিস অফ করতে চাইলে আমি যেনো তাদের কাছে অফ লিখে ম্যাসেজ করি!ক্যান করুম?দোষ কি আমার না মোবাইল কোম্পানীর?
কামের কাম তো একটাও করে না। দরকারের সময় নেটওয়ার্ক পাই না,নেট স্পীড স্লো ব্লা ব্লা ব্লা!কামের সময় ঠণ-ঠন আর আকামের বেলায় ষোল আনা। শালা,ফাজিলের ফাজিল। থাপ্পর দিয়া সোজা করা দরকার ঐ বান্দরের ছাও মোবাইল কম্পানীরে!!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।