আমি শুধু মধু থেকে নীলে ,নীল থেকে মধুর ভেতরে ছড়াচ্ছি নিজেকে.........
ধরা যাক মংগল গ্রহ থেকে একদল মিঊজিশিয়ান মিরপুর স্টেডিয়ামে গান পরিবেশন করতে আসছে।
কি হতো তাহলে?
মংগল গ্রহের মিঊজিক সম্পর্কে যেহেতু আমাদের কোন ধারনা নেই তাই সবার মধ্যে কৌতুহল থাকত,
আমাদের মধ্যে যাদের আগ্রহ একটু বেশি থাকত, পকেটে পাত্তি থাকত তারা স্টেডিয়ামে গিয়ে সরাসরি ঊপভোগ করতাম,
যাদের নেই তারা টিভি স্ক্রিনের দিকে অবাক দৃষ্টি রাখতাম।
আর অধিকাংশরা বলত- ধুর, এত টাকা খরচ করে চিনি না জানি না মংগল না ফংগল থেকে কারা আসছে তাদের পারফরমেন্স দেখতে যাব, খাইয়া-দাইয়া কোন কাম নাই!!
বিসিবি তাই কোন রিস্ক নেয় নাই।
খুব বেশী দুরেও যাওয়া লাগে নাই "ইন্টারন্যাশনাল"শিল্পী আনতে। ফলাফল হলো কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। বিসিবির পকেট ভর্তি হলো কাড়ি কাড়ি টাকায়। বানিজ্যিক দৃষ্টিকোন থেকে অত্যন্ত সফল আয়োজন।
হবে না? এ আর রহমানকে আমি চিনি, আপনি চিনেন, আপনার পাশের জন কে জিজ্জাসা করূন ঊনিও চিনেন, তার পাশের জনকে...তার পাশের জন...সবাই চিনি, কোন সন্দেহ নেই। টিভিতে এত দেখেছি, হিন্দী ছবি দেখতে গিয়ে এত সুন্দর সুন্দর গান শুনেছি যে এক নজর কাছ থেকে দেখার আগ্রহ যদি আমার হয় আপনি একে দোষ দিতে পারবেন না নিশ্চয়!
প্রশ্ন হচ্ছে আমি কি বলেছি বি, সি, বি ভাই এবার T20 বিশ্বকাপের উদ্ভোধনী অনুষ্ঠানে এ, আর রহমান কে না
আনলে খেলব না?
আপনি এ আর রহমানের খুব ভক্ত, ঘুমানোর আগে ঊনার গান না শুনলে আপনার ঘুম ভালো হয় না, বুকে হাত দিয়ে বলুন তো এতটা আপনিও আশা করেছিলেন কিনা?
Cultural conspiracy চলছে...
এটা বুঝতে আমাদের যত দেরী হবে জাতি হিসেবে আমরা তত খাদের কিনারে চলে যাব।
--হয়তো বা সেদিন আর বেশি দূরে নয় যেদিন মুম্বাই, দিল্লী, রাজস্থানসহ ঢাকা, চট্রগ্রামের সকল সিনেমাহলে
একযোগে মহাসমারহে মুক্তি পাবে "ধুম-10"!!
--একুশে বইমেলায় মোড়ক উম্মোচিত হবে হুমায়ুন আহমেদের" হিমুর হাতে কয়টি নীলপদ্ম" এর হিন্দী সংস্করণ " হিমু কা হাত নীলপদ্ম"!!
---পহেলা বৈশাখের প্রথম প্রহরে লুচি-আলু ভাজি খেয়ে রমনার বটমূলে দল বেধে মানুষ ঊপভোগ করবে
ছায়াপটের পরিবেশনা- আও মেরে বৈশাখ আও আও!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।