আমাদের কথা খুঁজে নিন

   

চীনের মধ্যে অদেখা সুন্দর দৃশ্য.........(মন মাতানো দৃশ্য)

আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... প্রকৃতি প্রেমীরা নিচের ছবি দেখে বিস্মিত হবেন । এটি চীনের ইয়ানান প্রদেশের রাজধানী দক্ষিন-পশ্চিম কুমিং শহর । দূরবর্তী , অনুন্নত অবকাঠামো, পরিবহন সমস্যা ও বাসস্থান এর অভাব, এর কারণে এই জায়গাটি চীন পর্যটক ম্যাপ তালিকাভুক্ত হয়নি । এমনকি যাঁরা বসবাস করেন তারাও এর সৌন্দর্য সর্ম্পকে সচেতন নন। ১।

পাহাড় ও পাবর্ত্যময় এই জায়গার প্রতিটি ইঞ্চিকে বাসিন্দারা সবোর্চ্চ ব্যবহার করেন । ২। রাস্তা দুই পার্শ্বের সুশোভন চাষাবাদ দেখলে আপনার পুলকিত হবেনই ৩। এখানে - সেখানে, সাদা রং ছড়ানো চারদিকে........ ৪। জমির প্রতিটি টুকরো এমন ভাবে চাষ করা, দেখে মনে হবে , কাপড়ের উপর রঙের ছোপ ছোপ দাগ ।

৫। সুন্দর এই দৃশ্যতেই রংধনুর ছবি..... ৬। ৭। ৮। শান্তিপূর্ণ ... দারুন ... আমার মনে হয় আমি যদি এই জায়গায় থাকতে পারতাম তাহলে আমার সব সমস্যা এবং উদ্বেগ ভুলে যেতে পারবো ।

৯। The flowers are in bloom....... ১০। অনেক দূর থেকে যখন আপনি যখন এগুলোকে দেখবেন তখন মনে হবে জমির উপর আড়াআড়ি চিত্রাঙ্কণ করা । এটাকে মনে হয়. ছাদের উপর বিভিন্ন রং এর চাষ করা হয়েছে । ১১।

১২। ছবিতে দেখা যাচ্ছে অন্য ধরণের বক্ররেখায় সজ্জিত । ১৩। প্রকৃতির এই নিস্তব্ধতা মুক্তির অনুভূতি দেয়......... ১৪। সূর্যোদয়ের সময় যখন হালকা শিশির গাছের উপর পড়ে আমি ভাবছি এর লোভনীয় সৌন্দর্য সর্ম্পকে ভাবছি সূর্যাস্তের সময় কেমন দেখায় ......... ১৫।

১৬। সূর্যাস্তের সময়...... ১৭। সঙে নীল মেঘলা আকাশ...... ১৮। ১৯। জায়গার আরও বিস্তারিত বিবরণ - সুবিশাল খামার অনেক গুলো ঘর দ্বারা বেষ্টিত।

২০। পর্যটকদের আকৃষ্ট করার জন্য এর নাম দেওয়া হয় Lexiaguo ২১। Lexiaguo এর একটি শহর. ২২। আবার ফুল .. এত সাদা ... তাই আকর্ষণীয়........ ২৩। ওফ এত সুন্দর ভাবাই যায় না............ সূত্র আমার এত ভাল লেগেছে যে বলার ভাষা নাই.............. ইনশাল্লাহ ভাল লাগবে সবার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।