আমাদের কথা খুঁজে নিন

   

চীনের ডায়েরী , ১৫ই ডিসেম্বর

জানি না কবে কোথায় , কিভাবে তোমাকে আবার দেখব। তবে তোমাকে হারানাটাই আমার অনেক বড় একটা বাজে অনুভুতি । ভাল থেকো বিবেকা। ভাল থেকো বিবেক। ভাল থেকো আমার কবিতাগুলো

অজস্র ভাল মানুষ , তাদের প্রতিভা , দেশপ্রেম, বুদ্ধি, বিবেক, ভালবাসা, এসব নিয়ে চলতে চলতে আসলে কোথায় গিয়ে দাড়াব তা জানি না , তবে একজন ভাল মানুষ হবার প্রেরণাটা পাই । কষ্ট দু:খ আড়াল করে , একজন মানুষ কেমন করে হাসতে পারে, গাইতে পারে, কবিতা লিখতে পারে, প্রতারিত হয়ে বারবার , কিভাবে আবার মানুষকে বিশ্বাস করতে পারে , নরম মনে কিভাবে তার শেষ টাকাটা ধার দিতে পারে , আবার দেশের স্বাধীনতার প্রশ্নে কিভাবে দৃঢ় হয়ে যেতে পারে , শক্ত চোখেমুখে আদর্শকে জেতাতে পারে, অসুস্থ্য শরীরে আমাদের বোঝা বইতে পারে, নিজের ভাগের স্বাদের মাছটা খেতে ইচ্চা করছে না বলে দিয়ে দিতে পারে ; বাড়ির ডাবগাছের লম্বা দেহকে ভয় না করে ডাব পেড়ে দিতে পারে ; আশ্রয়হীন বন্ধুটিকে পরিবারের সদস্য বানাতে পারে , অনেক অবুঝ অন্যায়কে শুধরে দিতে পারে ;,,,,,,,, হয়ত মানুষ হয়ে জন্ম না নিলে বুঝতে পারতাম না । ভাল মানুষগুলো ভাল থাক ; আমাদেরকে আগলে রেখ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।