আমাদের কথা খুঁজে নিন

   

চীনের প্রাচীরের Myth



ছোটবেলা থেকেই শোনা যেত চীনের প্রাচীরের মাহাত্ম্য। এর বিশাল কলেবর, তৈরীর ইতিহাস, একে ঘিরে নানান রূপকথা। সাথে এও শোনা যেত যে এটাই সপ্তমাশ্চর্যের একমাত্র আশ্চর্য যেটা মহাকাশ থেকেও দৃশ্যমান। বহু quiz contest এমনকি আন্তর্জাতিক পর্যায়ের quiz competition এও এ প্রশ্নটা বহুবার শোনা গিয়েছে “What is the only man made structure which is visible from outer space?” And the answer is the Great Wall of China। কেন জানি NASA এ বিষয়টি নিয়ে কোন উচ্চবাচ্য করেনি।

কিন্তু সমস্যা বাধলো যখন চীনের নিজস্ব astronaut Yang Liwei ২০০৩ সালের ১৫ই অক্টোবর Shenzhou V mission এ সাড়ে একুশ ঘন্টা ব্যাপী পৃথিবী আবর্তন করেন। তার প্রশ্ন “কোথায়, আমিতো চীনের প্রাচীর দেখতে পাচ্ছিনা” চীনে বড় ধরণের সমস্যার জন্ম দেয়। ফলশ্রুতিতে বর্তমানে চীনে সমস্ত বই এ এধরণের তথ্যকে rewrite করতে নির্দেশ দেয়া হয়েছে। চীনের প্রাচীর প্রায় ১৮০ মাইল উপর পর্যন্ত দেখা যায়। যদিও নভোচারী Jay Apt এবং Alan Bean এ কথাটা আগেই জানিয়েছিলেন কিন্তু NASA ব্যাপারটা গুরুত্ব দিয়ে প্রকাশ করেনি।

তথ্য সূত্র: ১) Click This Link ২) http://www.snopes.com/science/greatwall.asp ৩) Click This Link ৪) http://www.triviahalloffame.com/greatwall.aspx ৫) Click This Link ৬) Click This Link ৭) Click This Link).html ৮) Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।