আমাদের কথা খুঁজে নিন

   

চীনের আকাশে তিন সূর্যের উদয় ।

বিজ্ঞানের ক্লাসে কোন নিউটন বা আইনস্টাইনের বাণীর প্রতি অন্ধ বিশ্বাস ও ভক্তি নিয়ে বসবেন না। প্রতি ক্ষেত্রে সন্দেহ করুন, প্রশ্ন করুন অবিরত। বিজ্ঞান কারো বাণী দিয়ে চলেনা। বিজ্ঞান চলে যুক্তি ও প্রমাণের উপর। প্রতি লাইনে লাইনে প্রমাণ চাই।


এটা আজকের ঘটনা নয়। মোটামুটি দুই বছর আগের ঘটনা। ২০১১ সালের ৮ই জানুয়ারী সকালে চীনের এক শহর Changchun এর মানুষ এই আশ্চর্য ঘটনা দেখতে পায়। প্রথম ধাক্কায় খুব আশ্চর্য মনে হলেও পরে দেখি তেমন কিছুনা। এটাকে নাকি বলে সানডগ বা ফ্যান্টম সান বা parhelion।

ঐ সব আলোর কারসাজি আরকি। উঁচু মেঘের প্লেট আকৃতির আইস ক্রিস্টালে সূর্যের আলো প্রতিফলিত হয়ে নাকি এরকম হয়। আমেরিকাতেও নাকি মাঝে মাঝে এমন হয়। এমনকি এরিস্টটলের জামানাতেও এমন ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেছেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তিন সূর্যের ঘটনাটির ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করুন। চীনের আকাশে দুই সূর্যও দেখা গিয়েছিলো। two suns in the sky লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর বিজ্ঞানীরা এই ঘটনার যেই ব্যাখ্যা দিয়েছে সেটা নিয়ে তারাও কিছুটা কনফিউশনে আছে। দেখুন এই লিংকে এবং এই লিংকে ।

আলোর ব্যাপার স্যাপার আসলে এমনই। কখন যে কি ভোজভাজি দেখায় ঠিক নাই। তো আমাদের আকাশেই এই অবস্থা। আর সূর্যের চেয়েও অনেক দূরের মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের পর্যবেক্ষণের যে কি অবস্থা তা আল্লাহই মালুম। তবে বিজ্ঞানীদের কোন কথা নিয়ে সন্দেহ করা যাবেনা।

সন্দেহ করলেই, একটু খুটিয়ে খাটিয়ে যাচাই করতে গেলেই আপনি হয়ে যাবেন বিজ্ঞানমূর্খ , অন্ধ ধর্ম বিশ্বাসী। এই যা কিসের মধ্যে কি বলা শুরু করে দিলাম। বাদ দেন, থুক্কু। এবার দুই সূর্যের ছবি। কিছু অতীব জরুরী পোষ্টঃ মাথা খুব ঠান্ডা রেখে পড়তে হবে ইসলামের নবী (সল্লাল্লহু আলাইহিওয়আ সাল্লাম) এর বিরুদ্ধে নাস্তিকদের উত্থাপিত প্রায় সকল প্রশ্নের দাঁতভাঙ্গা জবাব ।

হুমায়ূন আহমেদের ২য় বিবাহ - পর্ব ৩ আর বিজ্ঞান দিয়ে যারা ইসলামকে মোকাবেলা করতে চায় তাদের জবাব দিতে নীচের পোষ্টগুলো পড়ুন। যারা বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরেন তারা সবাই একটু দেখুন। সাইন্টিফিক মেথড সম্পর্কে আগে জানুন। দু'টি চুরির মামলা এবং সেই আলোকে বিবর্তনবাদ, পৃথিবীর স্থিরতা, আস্তিকতা- নাস্তিকতা এবং নাসার চাঁদে যাওয়ার প্রমাণ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।