আমাদের কথা খুঁজে নিন

   

নেতাদের কসুর

হাই দেখিনু সেদিন খবরে প্রতিপক্ষ বলে বাবু সাব তারে প্রকাশ্যে পাঠায় কবরে চোখ ফেটে এল জল এমনি করিয়া জগত জুড়িয়া মার খাবে দুর্বল? যে জনগণের শ্রম দিয়ে ওই অর্থনীতিটা চলে, দুর্নীতিবাজ তাতে জেঁকে বসে, জনগণ পড়ে তলে। উন্নতির জোয়ারে ভাসাইয়া দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল! গণমানুষের টাকা খেয়ে খেয়ে কত ক্রোর পেলি বল? রাজপথে তব ফাটিতেছে বোমা, দুর্নীতিটাও চলে, ঘরে ঘরে চলে লোডশেডিং আর দেশটা পড়েছে জলে। বলো তো এসব কাহাদের দান? কোটি টাকার অট্টালিকা, কার খুনে রাঙা? অতীতেই দেখ প্রতিক্ষণে আছে লিখা আইন জানে নাকো কিন্তু দেশের জনসাধারণে জানে, ওই বোম, ঘুষ ওই দূনীতি অট্টালিকার মানে! আসিতেছে দুর্দিন দিনে দিনে শুধু বাড়িতেছে দাম দেনা শোধার আশা ক্ষীণ- হকিস্টিক, কাস্তে, লগি চালাইয়া ভাঙিল যারা নগর, নগরের পাশে রচিল তাহারা মানবতার কবর, যাহারে সেবিতে গড়িয়া উঠিল ক্যাডার ও চামচাগুলি যাহারে বহিতে জনগণের আজ শান্তি হয়েছে ধূলি, তাহারাই নেতা, তারাই দেবতা (!), গাহি তাহাদের গান- তাদেরি ‘মহৎ’ গলায় ঝুলিয়া অগণতন্ত্রের উত্থান। [কাজী নজরুল ইসলামের কুলি-মজুর অবলম্বনে]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.