আমাদের কথা খুঁজে নিন

   

নেতাদের ভুল না ভোটারদের ভুল ?



নেতারা না হয় ক্ষমতায় যাবার জন্য নানা কথা বলে থাকে, তা বলে ভোটাররা বার বারএকই ভুল করবে কেন ? এই নেতারাই ত গেলবার ক্ষমতায় আসার আগে বলেছিল যে ক্ষমতায় গেলে তারা গোলাম আযমের বিচার করবে কিন্তু করেছে কি ? এবার যখন বললো যে ক্ষমতায় গেলে তারা যুদ্ধাপরাধীদের বিচার করবে, ব্যস, পাবলিক অতীত বেমালুম ভুলে গিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দিল। একবার ভাবলো না যাদের অনেকেরই নিকট আত্মীয়ই যুদ্ধাপরাধীর কালিমায় লিপ্ত, তাদের বিচার এরা করবে কেমন করে ? ফলে যা হবার তাই-ই হচ্ছে। নানান কথা বলে সময় কাটানোর ফন্দি চলছে। ওদিকে আবার তাদের দলের লোকেরা নানা জায়গায় প্রশাসনকে নানাভাবে ব্যবহার করে হিন্দু সম্পত্তি বগলদাবা করার প্রচেষ্টা করছে। গত ৬ সেপ্টেম্বর,২০০৯ইং রাজশাহীর তালাইমোড়ের অবনীকান্ত সাহার পৈত্রিক ভিটা খাস আখ্যায়িত করে দখল নিতে গেলে স্থানীয় পাবলিকের প্যাঁদানি খেয়ে আপাততঃ পিছিয়ে এসেছে। খবরটি দিয়েছে ৭ সেপ্টেম্বর, ২০০৯ইং-র দৈনিক নয়া দিগন্ত। এটাই হলো এ দেশের কমবেশী প্রায় প্রতিটি রাজনৈতিক নেতাদের চরিত্র। এদের কূটকৌশলের কাছে সাধারণ বড়ই অসহায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.