বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । সারাজীবন নিরপেক্ষ থাকার পর, দেশের এই ক্রান্তিলগ্নে এক বয়স্ক লোক রাজনীতিতে ঢুকবেন বলে মনোস্থির করলেন।
বয়স হয়ে যাওয়ার কারণে ব্রেইন ঠিকমত কাজ করছে না তার, তাই দোকানে গেলেন ব্রেইন কিনতে।
ভাল রাজনৈতিক গুণ সম্পন্ন ব্রেইন খুজছেন তিনি। দোকানে বিভিন্ন লেভেল অনুযায়ী, বিভিন্ন দলের নেতাদের ব্রেইন সাজানো ছিল।
তিনি দোকানদারের কাছে ব্রেইনের দাম জানতে চাইলেন-
ভাই, জাতীয় পার্টির ব্রেইনের দাম কত?
৫০০ টাকা প্রতি আউন্স।
এই বিএনপি'রটা কত করে?
১০০০ টাকা প্রতি আউন্স।
ও! আর আওয়ামীলীগের টা?
২০০০ টাকা প্রতি আউন্স।
বাম গুলোর দাম কেমন?
আগেরটার মতই।
এইযে ভাই, জামাতিদের ব্রেইন কত করে?
১০০০০ টাকা প্রতি আউন্স।
সবগুলোর তুলনায় এটা এত বেশি কেন?
সংগ্রহ করতে বিরাট ঝামেলা। ওদের ঘিলু খুজেও পাওয়া যায় না! দাম বেশি হবে না কেন?
-বিদেশি গল্প অবলম্বনে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।