পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে। এই ব্লগের সকল সাংবাদিক বন্ধু,ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের ঘটনায় চলামন আন্দোলনের অংশ হিসেবে ১১ মার্চ গণমাধ্যম ধর্মঘটের যে ডাকা সাংবাদিকার দিয়েছে তা হচ্ছে না। জানতে পারলাম সাংবাদিক নেতাদের অনাগ্রহ এবং নিষ্ক্রিয়তার কারনেই এটি হচ্ছে না।
মূলত সাংবাদিক সংগঠনগুলোর রাজনৈতিক ভিবক্তির কারনেই এটি হচ্ছে না।
তবে হা লোক দেখানে আরেকটি সমাবেশ হতে যাচ্ছে।
শ্রদ্ধেয় সাংবাদিক নেতারা,
আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা সম্ভবত ভুল করতে যাচ্ছেন, হতে পারে পরিকল্পিত ভাবেই করছেন তবে এই সন্ধেহটি আমি আপনাদের বিরুদ্ধে রাখতে চাচ্ছি না্। তবে হা বলে রাখি ভাই... আপনারা যদি এই ইস্যুতে সক্রিয় এবং একমত থাকতে ব্যার্থ হন, সাংবাদিক সমাজে আপনাদের কোন প্রয়োজনীয়তা আছেন বলে আমি মনে করিনা।
আমার মতো তরুণ সাংবাদিকদের বেশীর ভাগই যদি এই দলে হয়, এবং বুঝতে পারে আপনাদের দিয়ে আমাদের কোন কাজে আসেনা তাহলে আপনাদের এসব দলা-দলীর বিরুদ্ধে আমরা নানা ভাবে সক্রিয় হতে শুরু করবো। দয়াকরে আমাদের সেন্টিম্যান্টকে বোঝার চেষ্টা করুণ।
আমাদেরকে আপনাদের পাশে রাখুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।