নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!! কি করতে চায় বিএনপি জোট? ১ টি জনসভা/মহাসমাবেশ এই তো! স্থান:- ঢাকা, কাল-১২ মার্চ ২০১২ বিকেলবেলা, ইস্যু- সরকারের সমালোচনা ও নির্বাচনকালীন একটি দলনিরপেক্ষ সরকারের দাবি। তো করুক না। এ সমাবেশের তারা স্লোগান বেছে নিয়েছে চলো চলো ঢাকা চলো। ইত্যাদি ইত্যাদি।
বঙ্গদেশে এ ঘরানার জনসভা ডালভাতে পরিণত হয়েছে।
এ ভূ-খন্ডের বহু দল/সংগঠন/জোট গত ১০০ বছরে এ জাতীয় হাজার হাজার সভা করেছে। তাতে মাইক বেজেছে। গলা ফেটেছে। মুখে মুখে আগুন জ্বলেছে। তারপর সাঁঝবেলায় যার যার বাড়িতে খেতা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে।
পরিসংখ্যানের বিচারে এতে আওয়ামিলীগযে চ্যাম্পিয়ন হবে তা নিশ্চিৎ। তবে এ দফায় তাদের এত গাত্রদাহ কেন?
আমাদের 'জান' ও 'মালের' জন্য এত দরদী সরকারের উচিৎ ছিল ১নং স্টেডিয়াম খুলে দেয়া। বিএনপি সারাদিন চিল্লাক। অথচ ভ্যাবাচেকা খাওয়া 'প্রতাপশালী' আওয়ামী সরকার যা যা করলbr /> -সহি কামরুলনামার তেলাওয়াত (বা প্রলাপ)
-বাস/ট্রেন/লঞ্চ আটকে রাখা
-বেহুদা গরীব মানুষ গ্রেফতার
-বেহুদা অন্যান্য ছাত্র গ্রেফতার
-রাস্তায় নাগরিক অবমাননা
-প্যানিক সৃস্টি করা
-পুলিশি ছ্যাবলামি
-ডিজিটাল ডিজিটাল ফেনা তুলে পাথুরে যুগে ফিরে যাওয়ার নির্দেশনা!!!!!
সম্ভবত: মুখে কৃত্রিম কনফিডেন্স বজায় রাখার চেস্টা করলেও হাসিনা গংদের তলে তলে বেসামাল অবস্থা। ভালোই হল।
এভাবেই ফাঁস হল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।