আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে আমার দেশ!! হায়রে বিচারপতি-তোমার করবে..............?

সুন্দর আগামীর প্রত্যাশায়......

হাইকোর্টে নবনিযুক্ত ১৭ বিচারপতির মধ্যে ১৫ বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করেছেন আপিল বিভাগের সকল বিচারপতি। আজ সকাল সোয়া ১০টায় জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ফজলুল করিম নবনিযুক্ত ১৭ বিচারপতির মধ্যে ১৫ জনকে শপথ পড়ানো শুরু করেন। ১১টায় শপথবাক্য পাঠ শেষ হয়। তবে আপিল বিভাগের কোনো বিচারপতি এ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি। হাইকোর্টের বিচারপতি নিয়োগে এটি একটি নজিরবিহীন ঘটনা।

বিচাপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জনের কোনো কারণ জানা যায়নি। আজ শপথ গ্রহণকারী বিচারপতিরা হলেন এডভোকেট মো. ফারুক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন, ডেপুটি এটর্নি জেনারেল এফআরএম নাজমুল আহসান, ঢাকা ও জেলা দায়রা জজ কৃষ্ণা দেবনাথ, ঢাকা মহানগর দায়রা জজ এএনএম বশিরউল্ল্যাহ, এডভোকেট আবদুর রব, এডভোকেট কাজী রেজাউল হক, এডভোকেট মো. আবু জাফর সিদ্দিকী, এডভোকেট জাহাঙ্গীর হোসেন, এডভোকেট একেএম জহিরুল হক, এডভোকেট শেখ মো. জাকির হোসেন, এডভোকেট হাবিবুল গণি, এডভোকেট গোবিন্দ চন্দ্র ঠাকুর, এডভোকেট শেখ হাসান আরিফ ও এডভোকেট জেবিএম হাসান। হাইকোর্ট সূত্রে জানা গেছে, বিচাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ১৭ জনের মধ্যে দুজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় প্রধান বিচারপতি তাদেরকে শপথ গ্রহণের জন্য চিঠি দেননি এবং আজ তাদেরকে শপথও পড়াননি। এরা হলেন, জাসদ ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা মো. রুহুল কুদ্দুস বাবু এবং ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ খসরুজ্জামান। উল্লেখ্য, হাইকোর্টের বিচারকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ১১ এপ্রিল ১৭ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে ২ বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি।

ওইদিনই আইন মন্ত্রণালয় তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তবে ২ বিচারপতির নামে হত্যা মামলা ও প্রধান বিচারপতির কক্ষ ভাঙচুরের অভিযোগ থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি তাদের নিয়োগের প্রতিবাদ জানায়। একই সঙ্গে তাদের তালিকা থেকে বাদ দিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করে। অন্যথায় আন্দোলনে যাওয়ার হুমকি দেয়। এ কারণেই ওই ২ বিচারপতিকে চিঠি পাঠানো হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.