ত্যাক্ত-বিরক্ত হইয়ে জিপির নেট ছাড়ছিলাম গত জানুয়ারিতে। এতদিন বাংলালিংক চালাইতাম। অতটা শান্তি না পাইলেও জিপির চাইতে বহুত শান্তি পাইতাম বাংলালিংক চালায়া।
জিপিতে ৩৪৫ টাকায় ১জিবি নিতাম ভালোই চালাইতাম। টেকা-পয়সা শাশ্রয় হইতো।
কিন্তু তাগো নেটের স্পীডের উদারতায় বাধ্য হইয়া বাংলালিংক নেই।
কিন্তু বাংলালিংক এর কুনো ১/২ জিবি নাই, পুরা আন-লিমিটেড। ৭৫০ টাকায় আনলিমিটেড আসলেই ভালো কিন্তু যারা আমার মতো কলংকিত ষ্টুডেন্ট, যারা নিজের হাতখরচ উঠাইতে জিন্দেগী তামা তামা হইয়া যায় তাগো পক্ষে ৭৫০ টেকা দিয়া ইন্টারনেট চালানটা বিলাসীতাই।
অবশ্য বাংলালিংকের ১টা ভালো দিক হইলো ওরা ১৫ দিনের টাকা আগে কাটে বাকিটা ১৫দিন শেষ হওয়ার পর। মানে ৩৮০ টাকা রিচার্জ করলেই ১৫ দিন আরামসে নেট চালান যায় তাও শান্তিতে।
তাই কষ্ট-মুষ্ট কইরা টেকা জমাইতাম।
এই মাসে ভয়ংকর টেকা-পয়সার সংকটে আছি। কিন্তু নেট তো চালাইতে হইবো তাই জিপির কাছেই ফেরত আইলাম
কিন্তু কপালের লিখন যায়না খন্ডন!!! হায়রে এতো ক্ষট কইরা নেট এক্টিভ করলাম এখন দেখি নেট স্লো আর স্লো.........হায়রে জিপি!!!! কি করলি......
আচ্ছা বাংলালিংক কি পারে না ১/২ জিবি চালু করতে তাইলে আমার মতো কিছু মানুষের ব্যাপক উপকার হইতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।