সবাই একটা গনতান্ত্রিক দেশ কি আশা করে?? ন্যয় বিচার ১০০ ভাগ না হলেও ৫০ ভাগ। কিন্তু সেখানে ন্যয় যদি -১০০ র কোঠায় হয় তাহোলে কি একে গনতন্ত্র বলা চলে ?????
আজ সকালে পত্রিকার পাতায় চোখ বোলাতে গিয়ে কথাগুলো মনে পরছিল। তাই আপনাদের সাথে ২-৪ টা কথা না বলে থাকতে পারলাম না। আমি ব্লগে একেবারে নতুন তাই হয়তোবা গুছিয়ে বলতে পারব না। এজন্য পাঠকগন মনে কষ্ট নেবেন না।
যাক আসল কথা বলি.......................
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় অনেক ঘটনাই ঘটেছে তার মধ্যে ফারুক হত্যা ১টি অন্যতম ঘটনা। তবে এটি কারা ঘটিয়েছে পুলিশ এখনও নিশ্চিত নয়, কারন অনেক প্রশ্ন রয়েছে। এরকম অন্য আর ১টি ঘটনা ইব্রাহিম হত্যা মামলা ( আর ও অনেক আছে সেগুলা বললাম না) যার আসামী হলো শাওন এম পি ।
তবে ২টার মধ্যে পা্র্থক্য হলো ফারুক হত্যা মামলার সন্দেহ ভাজন অনেকেই এখনও জেল খাটতেছেন কোন প্রকার প্রমাণ ছাড়া। কারন তারা বিরোধী দলের লোক।
আর এমপি শাওন এখনো প্রকাশ্য দিবালকে ঘুরে বেরাচ্ছে কারন সে সরকারি দলের লোক। আর হত্যাকান্ডের তদন্ত করতে চাওয়ার অপরাধে সেখানকার পুলিশ সুপার বদলি হয়। হায়রে দেশ!! হায়রে গনতন্ত্র!!!!
একই বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র শরীফুজজামান নোমানী তার হত্যা কান্ডের সাথে জরিতরা আজও ক্যামপাসে টেন্ডারবাজি, চাদাবাজি, মদ জুয়া ও ছাত্র- ছাত্রীদের নির্যাতন করা নিয়ে ব্যস্ত। পুলিশ প্রশাসণ এদেরকে দেখেও না দেখার ভান করছে কারন একটি এরা সরকারী দলের লোক। আর বিরোধী দলের লোক জেল খানায় নির্যাতিত হয়ে চিকিৎসার জন্য হাসপাটালে ভর্তি হলেও অনেকের তা সহ্য হয় না।
হায়রে মানবতা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।