আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পূর্বপুরুষ তোমাদের ফুলের মালা; আর বর্তমান বাঙ্গালী/বাংলাদেশী তোমাদের জন্য জুতার মালা।

আমি কাল মেঘকে ভাল বাসি,কারন সাদা মেঘ শুধুই তারার দেশে ঘুরে ঘুরে ফ্যাসন করে কিন্তূ কাল মেঘ তার জীবনের অস্থিত্বকে হারিয়ে দিয়ে দুনিয়াতে বৃষ্টি দিয়ে ফসল ফলায় করে। ধন্য তোমাদের, হে আমাদের পূর্বপুরুষেরা। তোমার সূর্যবির্ষ পদচারনার জন্য, নিজের দেশের জন্য বন্দুকের নলের সামনে নিজের খালি বুককে পেতে দেওয়ার জন্য। তোমরা বিট্রিশ কে দেশ ছাড়া করে- ইংরেজদের করেছ মহাদেশ ছাড়া। আর পাকিস্তানকে উড়িয়ে দিয়েছ ১৫ কিলোমিটার দুরের অন্দকারে।

ধন্য তোমাদের সাহসিকতাকে। স্বাধুবাদ তোমাদের দেশপ্রেমকে। কিন্তু তোমার পরবর্তি প্রজন্মকে দেখে যাও কিভাবে কুকুরের পা চাটতে ব্যাস্ত! নিজের পকেটে ১০টাকা জমাতে তোমাদের রক্তে গড়া দেশের ১০কোটি টাকার ক্ষতি করাতেও বিন্দু মাত্রও চিন্তা করে না। কিছু কোলাঙ্গার আজ দেশের ১২টা বাজিয়ে ব্যাক বেন্জ ছেড়েও পিছনের দেয়াল ভেঙ্গে অন্য রুমেই পাঠিয়ে দিয়েছে। তাতেও যেন তাদের শান্তি নেই।

রক্তচোষা এই ছাগলগোলো কখনো ক্ষমতার মসনতে বসে কখনো বা ক্ষমতার বাহিয়ে থেকে ক্ষমতায় ফিরার জন্য ক্ষুধার্ত কুকুরের মত গেও গেও করে আর যে এই দুই জায়গায় নাই তারাও ছাগরের ৩ নাম্বার বাচ্চার মতে দুরে থেকেই মরা গরুর গোস্ত খাওয়া শুকুনের মতো ধান্দা করতে ব্যাস্ত। তোমাদের প্রধানমন্ত্রী আমাদের শোবার ঘড়ের নিরাপত্তা দিতে পারবেনা। স্বরাষ্টমন্ত্রী নামের সাহারা মরুভুমি যে কি বলে তাহার কোনো মিনিং বাংলা অভিধানে পাবে না। বিরোধী প্রধানও কম যায় না: নিজের নামের সরকারী বাড়িটি যখন ফেরত দিতে হয় তখন তার দু'নয়নের পানি আর যেনো দরে না। পরদিনই তার পা চাটা কুত্তাগুলো ঠিকই হরতাল দিলো কিন্তু যেদিন সাগর-রুনিকে তাদেরই বেডরুমে হত্যা করা হলো তার না কোন আসামী সরকার ধরতে পারড়লো না তার জন্য বিরোধীদল ১দিন হরতাল দিলো।

অবশেষে বিদেশী দুতাবাসের সিনিয়র কর্মকর্তা মারাপরলো তারও কোনো সুরা হলো না। অথচ আমার অর্থনিতি সেই আরবদেশের উপর কতটুকু নির্ভরশীল তা হয়ত সবাই জানি। আর একপার্টি আছে যার ধর্মকে পুজি করে ক্ষমতাকে নিজেদের ভাগ্যে নেওয়ার জন্য জায়েজ না জায়েজ কোনো কিছুরই যেনো তোয়াক্কা করতেছে না। তাই সময় এসেছে তোমার ঘুম ভাঙ্গানোর । ঘুরে দাড়াও হে যুবক ।

তোমি বুকটান করে একটু দাড়াও দেখবে সব কোলাঙ্গার আর নাপাক রক্তচোষা কুকুরগোলো কিভাবে লেজঘুটায়। তাহলেই আগামী প্রজন্ম তোমাকে ফুলের মালা দিবে না হয় কুকুরের পা চাটা আর অযথা ৈতল খরচ করার কারনে জুতার মালা তোমার ভাগ্যকে ভরন করে নিবে। তাই তোমাকেই সিদ্বান্ত নিতে হবে তোমার পছন্দ কোনটা ফুলের মালা না কি জুতার মালা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.