আমাদের কথা খুঁজে নিন

   

পূর্বপুরুষ : জীবনধারা

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

পূর্বপুরুষ : জীবনধারা শাফিক আফতাব.......... আমরা মেঘের মতোন ভেজা ভরপুর বেদনার ভার নিয়ে মৌনমুখে বসে থাকি, মানুষসকল সাফল্যের সফেদ হাসি দিয়ে গায়ে ঘোষ্টা লেগে চলে যায় __ আমাদের চোখের নালা বেয়ে দুঃখেপোড়া দেহের ফুটন্তজল গড়িয়ে যায়__ আমরা যন্ত্রণায় কাতরাই, ব্যর্থতার গ্লানি বুকে নিয়ে সারারাত্রি জাগি। মেধা বাড়াতে রাত নেই দিন নেই, অধ্যয়নে ফেনা তুলেছি মুখের তবু আজও দেখলাম না দিন, একটু ফুরফুরে সুখের __ দেশে আজ মেধা কী, আধা শিক্ষিতজন, আছে বহাল তবিয়তে __ সত্য আর সুন্দর না খেয়ে বাচেঁ, জড়ায় পদে পদে সংঘাতে।

কালে কালে দেখেছি মানবতা সত্য সুন্দর আর নীতি এক কাতারে শামিল __ অন্যায়, অত্যেচার, শোষণ, কর্ষণ, এরা করে অবৈধ ভাউচার বিল : সুন্দর খেটে মরে কল কারখানায়, মাঠে,ঘাটে আর শস্যের ক্ষেতে __ ইঁদুর মানুষগুলো খুঁটে খুঁটে খায়, গর্ত ভরায়, সংগোপণে দিনে কিংবা রাতে। আমরা বেদনার ভার নিয়ে তবু মেঘের মতোন ঝরিয়ে যাই সুন্দরের বৃষ্টি দিয়ে যাই তোমাদের, ইতিহাস, ঐতিহ্য, লোকগাঁথা আর পূর্ব পুরুষের কৃষ্টি। ০৩.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.