www.adityaanik.com
পূর্বপুরুষ
আদিত্য অনীক
আমার পিতার মাটির মত মা ছিল,
মায়াবতী মায়ের মুখে মিষ্টি-মধুর ভাষা ছিল
সে ভাষাতে পিতার মুখে মায়ের নামের ভজন ছিল।
কুফুরী বাত আখ্যা দিয়ে সে ভাষাটি বাতিল হলো.
মায়ের ভাষায় ভজন সাধন বারণ বলে আজ্ঞা এলো।
তাঁরা শাসন করে ইচ্ছামত শোষণ করে জোঁকের মত।
তাঁরা মায়ের মুখের ভাষা নিল, পিতার বুকের আশা নিল।
অপমানে অবমানে ন্যুব্জ কটি, নত মস্তক বাঙালী একদিন
মাথা তুলে চোখ মেলে তাকালো।
“তোমাদের মুস্তাকিমের সিরাতে আর তো পারি না চলিতে
তোমাদের নিদয়া সোহাগ আর তো পারি না সহিতে
এবার মায়ের ভাষায় আমাদের দাও কহিতে
আমাদের ভার ফিরিয়ে দাও আমাদের বহিতে। ”
প্রজ্ঞার নূরানী বদনে ক্রুর পরিহাস ভরে বয়ান করলেন
মহামতি জেনারেল-তুই কি বুঝবি নাদান মূর্খ
কুদরতে এলাহীর শান?
একদিন বনিবে সারে জাহান হামারা পাকিস্তান
চাস্ কি তারে ভাঙিতে? করিতে খান খান?
বেদ্বীন বরবাদ জাহেল মুরতাদ জাহান্নামে যা।
অজস্র নিরস্ত্র নিরীহ জনতার উপর গর্জে উঠল
শাসকের হিংস্র অস্ত্র ট্যাংক, কামান, বন্দুক,
হত্যা, লুট, অগ্নিসংযোগ, নির্যাতন আর ধর্ষণে
বিবস্ত্র হলো শালীন সভ্যতা।
মরার আগে মারার এক মহামন্ত্রে জেগে উঠল
আমার পূর্বপুরুষ। ওঠো, জাগো, অস্ত্র ধর, যা আছে
তোমার কাছে।
এবারের যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ।
সেই যুদ্ধের অতলান্ত অন্ধকারে পিতা মিশে গেলো।
আলো আনবে বলে-স্বপ্নের আলো, স্বাধীনতার আলো।
অবুঝ শিশু আর অসহার পতœীকে ফেলে গেলো
রক্তখেকো লজ্জাখেকো হায়েনার হিংস্র থাবার নিচে।
বীভৎস যুদ্ধের স্তব্ধ অন্ধকার আমাদের ঘরে ও বাহিরে।
সহসা সে স্তদ্ধতা তছনছ হয়ে গেল ত্রস্ত্র বুটের শব্দে।
মর্মভেদী রোদনে মা আমাকে জাপটে ধরে পাষাণ বন্ধনে;
ভয়ার্ত দু’টি অরুন নয়ন জুড়ে শুধু বিষাদের অনন্ত কুয়াশা।
লোলুপ লোমশ হস্ত ব্যস্ত সাঁড়াশির নিঠুর কাঁটার মত।
লালসার রণে কেদ লিপ্ত হল শুদ্ধ মায়ের গর্বিত শুচিতা
আমি মা মা বলে চিৎকারে ঘর ছেড়ে বেরিয়ে এলাম।
কোথায় আমার মমতাময়ী মা?
কোথায় আমার হিরন্ময়ী মা?
আমি শুধু আঁধার দেখলাম মানুষ দেখলাম না-
আমি শুধু আঁধার দেখলাম আলো দেখলাম না-
আমি শুধু আঁধার দেখলাম মাকে দেখলাম না-
সেই যুদ্ধে হারিয়ে যাওয়া আমার সাহসী পিতার কথা,
সেই আঁধারে হারিয়ে যাওয়া আমার অভাগী মায়ের কথা,
তোমাদের ঐ আলো ঝলমল ইতিহাসে লেখা থাকবে কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।