Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience পর্ব ১
আফ্রিকা
আফ্রিকার দুই মানুষখেকো রাজনীতিবিদের কথোপকথন-
: আমি সৎ মানুষ ভালোবাসি।
: সকালের নাশতা, না রাতের খাবার হিসেবে?
মিশর
মিসরের একটি পুরনো জিনিসের দোকানে এক পর্যটক ঢুকলেন। দোকানদার এগিয়ে এসে তাকে নানান জিনিস দেখাতে লাগল। সামনের একটি শো-কেসে একটি নর করোটি দেখতে পেয়ে পর্যটক জিজ্ঞেস করলেন, এই করোটি কার? এটি মহারানী কিওপেট্রার, সবিনয়ে জানাল দোকানদার। কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে আর একটি খুলি চোখে পড়ল পর্যটকের।
আগেরটির চেয়ে এই করোটি আকারে সামান্য ছোট। পর্যটক জিজ্ঞেস করলেন, এই করোটি কার? দোকানদার বলল এটিও মহারানী কিওপেট্রার হুজুর। তবে এটা তার ছোটবেলার করোটি!
ইসরায়েল-ফিলিস্তিন
ইসরায়েল আর ফিলিস্তিনের দুই প্রতিনিধি আন্তর্জাতিক এক সম্মেলনে গেছেন সিঙ্গাপুরে। সম্মেলন শেষে চুইংগাম চিবুতে চিবুতে দুজন পথ হাঁটছেন। তারা সে দেশের আইন-কানুন ঠিক জানতেন না।
যেই থুঃ করে চুইংগাম রাস্তায় ফেলেছেন সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদের গ্রেফতার করল। বিচারে দুজনের শাস্তিও হল; দুজনের পিঠে পঁচিশটি করে বেত্রাঘাত। কিন্তু যেহেতু তারা দুটি দেশের প্রতিনিধি সেজন্য বিচারক বলেছেন ব্যথা কমানোর জন্য তারা যা চাইবেন তাই যেন দেওয়া হয়। প্রথমে ইসরায়েলের প্রতিনিধির বেত্রাঘাত পাওয়ার পালা। তিনি নিলেন মখমলের বালিশ।
ফলে তার পিঠে কোনো আঁচড়ই লাগল না। এবার ফিলিস্তিনি প্রতিনিধির পালা। তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কী চান? আমি চাই ইসরায়েলের প্রতিনিধিকে আমার পিঠে বেঁধে দিন!
পাকিস্তান
এক ভদ্রলোক ইসলামাবাদ থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে করাচিতে এসেছেন পীড়াদায়ক দাঁতটি তুলে ফেলার জন্য। করাচির ডেন্টিস্ট তাকে বললেন, ইসলামবাদেই তো অনেক ডেন্টিস্ট আছে। দাঁত তোলার জন্য এত দূরে আসার কী দরকার ছিল?
লোকটির উত্তর, আমাদের ইচ্ছা-অনিচ্ছা মূল্যহীন ডাক্তার।
ইসলামাবাদে আমাদের মুখ খোলার অনুমতি নেই।
ইরাক-ইরান
একবার ইরাক আর ইরানের তথ্যমন্ত্রীর মধ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। শক্ত সামর্থ্য হওয়ায় ইরানের তথ্যমন্ত্রী সহজেই জিতে গেলেন। সেই রাতে ইরাকের সরকারি গণমাধ্যমের খবরে বলা হলো : তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ইরাকের তথ্যমন্ত্রী রৌপ্যপদক জয় করেছেন। অথচ ইরানের তথ্যমন্ত্রী অনেক চেষ্টার পরও শেষ লোকটার আগে পৌঁছেছেন মাত্র।
চীন
প্রশ্ন : কখন বিশ্বজুড়ে দুর্ভিক্ষ হবে?
উত্তর : চীন দেশের লোকেরা যখন কাঠি ছেড়ে কাঁটাচামচ দিয়ে খেতে শুরু করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।