আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ... বেশ কিছুদিন যাবত একটা সমস্যায় ছিলাম নিক নেম নিয়ে । আমার পূর্ব নিকনেম কবিশহিদুল । এই নিকনেম দেয়ার পিছনে একটা কারণ আছে । আসল ব্যপারটা --- এই নিকটা খোলা হইছিলো সাইবার ক্যফেতে , আমার বন্ধুরা খুলে দিছিলো । ওরা আমার কবিতা পড়ত , এবং ডাকত কবিশহিদুল নামে । তাই নিকনেম এর জায়গায় ওরা এই নামটা দিয়ে দেয় , কিছু বলার ছিলো না নিক খোলার পর খুব কমসময়ই আমি ব্লগ এ থেকেছি , যদিও ব্লগ খুলেছি অনেকদিন হল । মূলত পড়াশোনা নিয়ে ব্যাস্ত থাকার কারনেই ব্লগ এ কম সময় দিতাম । দুই মাস হল ব্লগে নিয়মিত হয়েছি । পরীক্ষার আগে বন্ধ চলতাসে তো তাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।