নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের কাটাশকোল গ্রামে গতকাল বুধবার রাতে ৩০০টি কলার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত চাষী।
এলাকাবাসী জানান, কাটাশকোল গ্রামের কলাচাষী বারেক আলী ১৪ হাজার টাকায় লিজ নেয়া ৩৩ শতাংশ জমিতে আট মাস আগে উন্নত জাতের কলাচাষ করেছিলেন। কলাগাছের চারা কেনা থেকে শুরু করে এ পর্যন্ত তার আরো প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এসব টাকা তিনি একটি সমিতি থেকে ঋণ নিয়েছেন।
বাড়ন্ত কলা গাছগুলোতে থোড় ধরেছিল। কোন কোন গাছে কলা ধরতে শুরু করেছিলো। গতরাতে কে বা কারা তার জমির কলাগাছগুলো কেটে ফেলে। ক্ষতিগ্রস্ত চাষী এ ঘটনার জন্য একই গ্রামের লোকমান আলীর ছেলে শিপন ও সেলিমকে দায়ী করেছেন।
কলাচাষী বারেক আলী বলেন, অনেক পরিশ্রম করে গাছগুলো বড় করে তুলেছিলাম।
এখন ফল তোলার আগে আমার সর্বনাশ করে দিলো। এতে আমার কমপক্ষে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে আমি গাছগুলো দেখেছি। ব্যক্তিগত শত্রুতা থেকে কেউ এ নৃশংস ঘটনাটি ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত চাষীকে আমরা আইনগতসহ সব ধরনের সহযোগিতা করবো।
উল্লেখ্য, সম্প্রতি ছাগলে কলাগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের এক পর্যায়ে শিপন ও সেলিমসহ তার পরিবারের সদস্যরা কলাচাষী বারেক আলীকে বেদম পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে দেয়।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।