আমাদের কথা খুঁজে নিন

   

বিহাইন্ড দ্য ক্যামেরা ০৪

ও আচ্ছা এই বিষয়! খারাপ না কিন্তু খেতে খেতেই লোকটাকে বললাম -ভাই আপনার কাছে কি ছুরি আছে? মাসু বলল-নাতো ভাই । আমি বললাম - পিস্তল? মাসু বলল-নাতো ভাই । আমি বললাম-যে কোন প্রকারের হাতিয়ার? মাসু বলল-কি কন ভাই? আমি অবাক হয়ে বললাম-কিছুই নাই? মাসু বলল-নাতো ভাই,কেন ভাই? আমি বললাম-না এমনি। আমি ২০০%নিশ্চিত হলাম যে এইলোক কোন ধরনের অস্ত্র বহন করছেনা আমার বুকের সাহস ছয় গুণ হয়ে গেল। আমি এবার নিশ্চিন্ত মনে খেতে লাগলাম।

খাওয়া দাওয়া শেষ হতেই লোকটি নিজে থেকেই আগ বাড়িয়ে বিল চুকিয়ে দিল। কোন ভাবেই সে আমাকে বিল দিতে দিল না। যদিও আমি জানতাম সে আমাকে বিল দিতে দেবে না তারপরও কিছুক্ষন খামোকা কাহিনীচিত্র করলাম। হোটেলে বাইরে এসে আমরা আবারো ফুটপাত ধরে হাটছি। রাস্তাঘাটে এতো বিপুল পরিমাণে ধুলোবালি উড়ছে যেন মরু ভুমিতে ঝড় উঠেছে।

হাটতে হাটতেই মাসু কে বললাম -ভাই যাই বলেন না কেন খাওয়া দাওয়ার পর এক কাপ চা না হলে কেমন যেন মুখটা পানসা পানসালাগে। মাসু জানাল এদিকে ই কোথায় নাকি বেশ ভালো একটা গরুর দুধের চায়ের দোকান আছে। সে আমাকে সেখানে নিয়ে যাবার পরামর্শ দিল। আমি এবার আর না করলাম না। শুধু বললাম -চলুন তাহলে দেখাই যাক কেমন চায়ের টেস্ট ।

দু একটা গলি ঘুরেই আমরা একটা চায়ের দোকানের সামনে এসে দাড়ালাম। আমি বললাম -কিরে ভাই দোকান তো বন্ধ। মাসু বলল-দাড়ান খুলতেছি। আমি বললাম-খুলতেছি মানে? তার আগেই মাসু কোমড়ের গোছা থেকে একটা চাবি মাসুর ডান হাতে উঠে এসেছে। সে দোকান খুলতে শুরু করল্ ।

আমার দিকে চেয়ে বলল-ভাই এই দোকান টা আমারই। আমি অবাক হলাম্ আমি আর কিছু বললাম না। আমি দোকানের কোনার ছোট্ট বেচ্ঞিতে বসলাম। মাসু তার দোকানের ভিতরে উঠে বসল। মাসু একটা কাপ ধুতে ধুতে আমার দিকে না তাকিয়ে বলল-ভাই আমি কিন্তু আপনার কাছে একটা কথা গোপন রাখছি।

আমি বললাম -কোনটা? সে বলল-এই যে আমি চায়ের দোকানদার,এইটা। আমি বললাম -আরে এ আর এমন কি ,আমরা নিজেরা কতো কথাই তো গোপন রাখি্ । আমি মনে মনে ভাবলাম -বেটা আমি যে তোর সাথে কতো মিথ্যা বললাম সেটাই তো ধরতে পারলিনা। চায়ের কাপে চুমুক দিয়ে যাচ্ছি। কি কি যেন দিয়েছে চায়ের টেস্ট বাড়ানোর জন্য।

মন্দ হয়নি চাটা। মাসু বলল-ভাই চা টা কেমন হইছে? আমি বললাম-আগে শেষ করি তারপর বলছি। কিন্তু মাসু আমার দিকে চেয়েই আছে। তাই পরবর্তীতে বলেই ফেললাম চা টা অনেক ভালো হইছে। মাসু আমাকে জিজ্ঞেস করল-ভাই এখন আপনি কোথায় যাইবেন? আমি বললাম-এফডিসি।

মাসু বলল-কেন ভাই?নতুন কোন ছবির শুটিং? আমি বললাম-নাহ কারওয়ান বাজারে বাজার করতে। মাসু বলল-ও। আমি মাসুকে একটু ভাব নিয়েই বললাম-বুঝলা মাসু এফডিসির চা যদি খাইতা কি যে বানায়,হুদাই গরম পানি। আমার কথা খেতের মতো শোনাতেই আমি অবাক হচ্ছিলাম। তবে কি আমি আসলেই বাংলা সিনেমার কেউ হয়ে গেলাম নাকি।

মাসু এই চা তুমি বানাও কেমনে?কি কি দাও কও তো । মাসু বলল-এই চায়ে ডাইল দিতে হয়। ডাইল না দিলে চায়ের টেস্ট হয়না । ঝিমুনি ও আসে না। আমি বললাম-হু আমার ঝিমুনি আসছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.