leo_abdullah@yahoo.com
আলেকজান্ডার গ্রেহাম বেল
- স্কটিশ বংশোদ্ভূত আমেরিকান আবিষ্কারক এবং টেলিফোনের আবিষ্কারক।
- আলেকজান্ডার গ্রেহাম বেল টেলিফোন কম্পানিই প্রতিষ্ঠা করেননি, তিনি বধির ছাত্রদের কথা বলা শেখাতেন।
- বেল কথাকে সর্বপ্রথম ওয়্যারলেস ট্রান্সমিশন করেন যে যন্ত্রের মাধ্যমে তার নাম তিনি দিয়েছিলেন ফটোফোন। সেটায় কথাকে ট্রান্সমিট করার জন্য তিনি আলোকরশ্মি ব্যবহার করেছিলেন।
- বেল যেদিন তার পূর্ণাঙ্গ পণ্যের পেটেন্ট ফাইল করেন, ঠিক একই দিন আমেরিকান আবিষ্কারক অ্যালিশা গ্রে তার নিজের নামে টেলিফোন আবিষ্কারের বিষয়ে ফাইল করতে গিয়েছিল।
বেলের পেটেন্টা সে কারণেই এযাবৎকালের সবচেয়ে লাভজনক পেটেন্ট হিসেবে বিবেচিত।
- টেলিফোন আবিষ্কারের পরবর্তী বছরগুলোতে তিনি বহু ধারার প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। এর মধ্যে আছে একাধিক বাচ্চা জন্মদানে সক্ষম ভেড়ার প্রজনন এবং সাগরের পানি থেকে লবণ নিষ্কাশন প্রক্রিয়া।
- এয়ারক্রাফট বানানো এবং চালানোর ব্যাপারে বেলের গভীর আগ্রহ ছিল। এর ফলে তিনি চারকোনা ধাচের একটা ঘুড়ি আবিষ্কার করেছিলেন, যেটা একটা মানুষকে ওঠাতে পারতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।