আমাদের কথা খুঁজে নিন

   

বিহাইন্ড দ্য ক্যামেরা ০২

ও আচ্ছা এই বিষয়! খারাপ না কিন্তু আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম। এবার ভাবলাম বেটা খামোকাই আমার সময় নষ্ট করছে। লোকটি আমায় বলল-ভাই আপনি কি আপনার কোন নাটক সিনেমায় অভিনয় করেন নাই? আমি বললাম-হ্যা করেছি কিন্তু কোনটায় যে করেছি সেটা এই মুহুর্তে মনে নেই। লোকটি বলল-না ভাই থাক না বললেও কোন সমস্যা নাই। এইবার আমি একটু ইতস্তত বোধ করলাম।

লোকটি আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে কেলাতে লাগল। লোকটি বলল-ও হ্যা তাইতো ,এতো নাটক ফিল্ম আপনার মনে থাকার তো কথা না। ভাই কোন নায়িকার সাথে এ্যাকটিং করছেন মনে আছে? আমি বললাম-আরে এইটা মনে না থাকার কি হলো!নায়িকাকে নিয়ে কতো মধুর স্মৃতি রয়ে গেল আর নায়িকার নাম মনে থাকবেনা! লোকটি বলল-ভাই নায়িকার নাম কি? আমি বললাম-ওই যে তেজপাতা না ফালুদা আক্তার সে তো আমার বিশাল ফ্যান,তার সাথেই অধিকাংশ করা আরকি। আরো আছে সে এক লম্বা লিস্ট আজ বলে শেষ করা যাবে না। আরেক দিন বলবো আজ আমার একটু কাজ আছে।

আমি এবার হাটতে শুরু করলাম। কিন্তু লোকটা আমাকে অবাক করে দিয়ে আমার পিছু পিছু হাটতে থাকল। লোকটি আমাকে পেছন থেকে ডাক দিলো=ভাই আপনি কি আমার উপর রাগ করলেন? আমি বললাম-আরে না না রাগ করবো কেন? লোকটি বলল-ভাই এই নামে তো কোন নায়িকা নাই । রাগ কইরা হয়তো উলটা পালটা নাম বলছেন। আমি বললাম -তা অবশ্য আপনি ঠিকই বলছেন ।

আপনি আমার একটা অটোগ্রাফ চাইলেন না এটাকে তো আমি সহজে নিতে পারছি না। লোকটি বলল-ভুল হইছে ভাই,একটা অটোগ্রাফ দেন। আমি বললাম-কিসে দিব?কাগজ টাগজ আনছেন। লোকটি বলল-নাতো ভাই । আমি বললাম-তাহলে একটা চকচকা নতুন নোট বাইর করেন সেটাতে দেয়া যাক।

লোকটি সত্যি সত্যিই একটা নোট বের করে দিল্ । আর আমিও গভর্ণরের নিচের খালি জায়গাটুকুতে একটা সাইন দিলাম। নিজেকে অনেক বড় মনে হল আমার। লোকটিকে বেশ আনন্দিত মনে হচ্ছে। এভাবেই অন্যের সুখের মাঝে আমি নিজের সুখ খোজার চেষ্টা করি।

আমি আসলেই একজন ভাল লোক। লোকটি বলল-ভাই নায়িকার নাম বলবেন না? আমি বললাম-আপনার কি নায়িকার দরকার নাকি আমার সঙ্গ দরকার? লোকটি বলল-আপনেরে। আমি বললাম-তো নায়িকার কথা বাদ দেন ,আমি থাকলে আপনি কতো নায়িকা পাবেন। লোকটি বলল-কথাটা নির্ভেজাল সত্য। আমি বললাম-ভাইরে মানুষের তো কতো প্রকার নাম ই হয় তাইনা?এরকম নায়িকার নাম ও তেজপাতা হইতে সমস্যা কি?আপনার বাবা মা খাসি জবাহ দিয়ে আপনার নাম রাখছে কামরুল,এখন যদি কেউ আপনের নাম বিশ্বাস না যায় তাতে কি আপনার কিছু করার আছে? লোকটি বলল-না ভাই কিচ্ছু করার নাই।

আমি বললাম-তাই বলে তো আপনি আপনার নাম পাল্টাতে পারবেন না.তাই না? লোকটি মাথা নেড়ে সায় দিল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.