আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনই ক্লান্ত বিষন্ন

আমার লেখা পড়ে.................. প্রতিদিনই ক্লান্ত বিষন্ন পা.. এই নগরে সন্ধ্যা নামলেও রাত হয় না কখনও ছুটির ঘন্টা না বাজলেও সহকর্মীর টাই জানায় ছুটি । বাড়ী ফেরার পালা এখন- ধুলোবালির সময় সব সময়। জানেনা গোধূলী, সন্ধ্যা বাতি অথবা জানায় না । কেবলই বাড়ী ফেরার পালা, প্রতিদিনই ক্লান্ত বিষন্ন পা, যদি কখনও ফেরা হতো! প্রতিদিনই ক্লান্ত বিষন্ন চোখ. ঘুরে ঘুরে বেসুরে বেজে চলে পুরোনো রংচটা বাস মায়লা ভর্তি ট্রাক, হেল্পারের হূংকার, আহ্বাবন কখনও কখনও চরিত্রহারানো রাতে জ্বল জ্বল করে রঙিন বিলবোর্ড অথবা সিগন্যাল বাত্তির আরতি, যেতে হবে গন্তব্যে সংসার বা সঙসারে পুরানো গাড়ী প্রতিদিনই ক্লান্ত বিষন্ন চোখ, আসলেই যদি ফেরা হতো! প্রতিদিনই ক্লান্ত বিষন্ন মন.... জানালার চৌকাঠ, রঙিন চৌকাঠ খুলে ঝুলে থাকে সোডিয়াম জোছনা! দেনা পাওনার জাবেদা খাতা, হিসাব চলতেই থাকে- স্ত্রীর আলিঙ্গন সামন্ত কাব্য প্রসাধণীর নিঃশ্বাস- স্বামীর প্রেষন নিরাপদ গান, স্পর্শরে আশা সম্পদে সম্মানে- উজ্জল মৃত্যু প্রতিদিনই ক্লান্ত বিষন্ন মন- আসলেই যদি স্পর্শ হেতো! কফিনে পেরেক ঠুকে শুয়ে থাকে নাগরিক, বেশ্যা জীবন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.