আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী হাতিয়া উপজেলার ঢালচরে ধান কাটা মৌসুমে প্রতিদিনই ঘটছে ধান লুঠপাট ঘটনা



নোয়াখালী হাতিয়া উপজেলার ঢালচরে ধান কাটা মৌসুমে প্রতিদিনই ঘটছে ধান লুঠপাট ঘটনা। যে কোন মুহুর্তে এ ঘটনা সংঘর্ষের রুপ নিতে পারে বলে স্থানীয় কৃষকরা জানান। শুকচর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, মনপুরার জোরদার কামাল চৌধুরী তার সন্ত্রাসীদেরকে দিয়ে হাতিয়ার ঢাল চরের কৃষকদের চাষকৃত প্রায় এক হাজার একর জমির বিশ হাজার মনেরও বেশি পাকা ধান লুট করে নিয়ে যায়। কৃষকরা এতে বাধা দিলে তাদেরকে ব্যাপক মারধর করে ও কিছু ঘরে আগুন লাগিয়ে দেয়। গত এক সপ্তাহ থেকে চরের ধান লুঠপাট ঘটনায় কৃষকরা স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় লুটের ঘটনা ও মার-ধরের মাত্র ছেড়ে গেলে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম ও থানা ভারপ্রাপ্ত কর্মকতা মাইনুর রহমান ঢালচর পরিদর্শনে গেলে এ সময় তারা হাতিয়া অংশের ধান লুট করে নিয়ে যাওয়ার সময় মনপুরার আলমগীর মেম্বার, নিজাম সহ ১৫/১৬জনকে ঘটনাস্থল হতে আটক করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান জানান ভোলা ও নোয়াখালীর পুলিশের দুই উধর্বতন কর্মকর্তা বিষয়টি সমঝোতার চেষ্টা করেন এবং মনপুরার ওসি মো. ইসাহাক মুচলেকা দিয়ে আসামীদের ছাড়িয়ে নেন। ঢালচর নিয়ে হাতিয়ার সাথে মনপুরার সীমানা বিরোধ ৪০ বছর ধরে। দীর্ঘদিন এই বিরোধ বন্ধ থাকলেও স¤প্রতি হাতিয়ার কৃষকদের সাথে ঢালচরের কৃষকদের সংঘাত হচ্ছে। এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমঝোতা বৈঠকে হাতিয়া অংশের লুঠ করে নিয়ে যাওয়া ধান মনপুরা অংশের নেতৃত্বদানকারী কামাল চৌধুরী গ্র“পকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে হাতিয়া অংশে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। চরে অবস্থানকারী সাধারণ কৃষকদের সাথে আলাপ করে জানা যায় ঢালচরে হাতিয়া ও মনপুরা উভয় অংশের খাস জমি দখল করার জন্য অনেক রাজনীতিবিদ, সরকারী উধ্বতন কর্মকর্তা সব সময় তদারকি করে থাকেন।

তাদের স্বার্থের কারণে হাতিয়ার সাথে মনপুরার সমঝোতা হয় না। সাধারণ ভূমিহীনদের মধ্যে কোন বিরোধ হয়না শুধু বড়লোকরাই এ সমস্যা সৃষ্টি করে। তাদের চরে আগমন বন্ধ করলেই সকল সমস্যা সমাধান হবে বলে সাধারণ ভূমিহীনরা জানায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.