আমাদের কথা খুঁজে নিন

   

ইনসাফ ও হক প্রতিষ্ঠার জেহাদ করতে হবে

হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র আমি মানুষ বিনা অন্য কোন ইলাহর অস্তিত্বে বিশ্বাস করিনা। মানুষের মুখ ছাড়া আল্লাহ কথা বলতে পারেন না, মানুষের হাত ছাড়া আল্লাহ এই দুনিয়ায় কল্যানের কাজ করতে পারেনা। আমি মনে করি সৃষ্টিকর্তা একমাত্র তার সৃষ্টির মধ্য দিয়েই প্রকাশিত হতে পারেন, আর তার প্রকাশের সর্বোচ্চ রূপ মানুষ বলেই সে আশরাফুল মাখলুকাত। আমার উপাস্য মানুষ, একমাত্র মানুষ, অন্যকিছু না। আমার কাছে মানুষ ছাড়া অন্যকোন মেটাফিজিকাল ঐশ্বরিক ধ্যানধারণার উপাসনা করা শিরক।

আমি নিজেকে নাস্তিক পরিচয় দেইনা। কিন্তু আমার এই ধ্যানধারণাকে কারো কাছে নাস্তিক্য মনে হলে তাতে আমার কিছুই যায় আসেনা। বাংলাদেশের সংবিধান আমার নিজের খেয়াল খুশি মতো যেকোন রকম ধর্ম বিশ্বাস গ্রহণ বা বর্জন করার অধিকার দিয়েছে। এই সংবিধান আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি। ১৯৭১এর চেয়ে বড় জেহাদ আমার ইতিহাসে নাই।

সেই জেহাদের অনুপ্রেরনায় বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অবশ্যই মানুষের জন্যেই আমার লড়াই সংগ্রাম, যুদ্ধ। মানুষ আছে বলেই খোদার কালাম আছে, কিতাব আছে। নজরুল যেটাকে বলেছেন 'মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন। কিতাবী আইনের পক্ষে থেকে যারা জনমানুষের সংবিধানের বিপক্ষে দাঁড়ায় তারা মানুষের বিপক্ষেই দাঁড়ায়। আমার চোখে তারা কাফির।

এই কাফিরদের বিরুদ্ধে জেহাদই প্রকৃত জেহাদ, আর সেই জেহাদ ১৯৭১এর জেহাদের প্রেরনাতেই হতে হবে, কারন মহাত্মা আহমদ ছফা দাবি করেছেন মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বাংলাদেশের কোন ভবিষ্যত নাই। বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিষয়ে আহমদ ছফার বক্তব্যই আমার কাছে খোদার কালাম। সেই কালামে ভরশা রেখে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরুদ্ধে জেহাদ করা আমি কর্তব্যজ্ঞান করি। এই জেহাদে জিতলে গাজি হবেন। মরলে শহীদ হবেন, কিন্তু বেহেশতে হুর পাইবেন এমন কোন আরব দেশীয় রূপকথা থেকে ধার করা প্রতিজ্ঞা আমি করবোনা।

তবে ভবিষ্যত প্রজন্মের শহীদ মিনারে এবং তাদের ধমনির রক্তে জায়গা করে নিবেন এই প্রতিজ্ঞা করতে পারি। ভবিষ্যত প্রজন্ম আপনাকে স্মরণ করে স্লোগান দেবে, 'আমাদের ধমনিতে শহীদের রক্ত, সেই রক্ত কোনদিন বৃথা যেতে দেবোনা। মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামে যে জেহাদ করে, যে শহীদ হয়, ভবিষ্যত প্রজন্মের ধমনিতে যার রক্ত জায়গা করে নেয় তারচেয়ে বড় কোন মুজাহিদ খোদার জাহানে নাই। তার হাত দিয়াই খোদা এই দুনিয়ায় ইনসাফ এবং হক প্রতিষ্ঠা করেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।