আমাদের কথা খুঁজে নিন

   

ইনসাফ অনুযায়ী বিচার করা ফরজ

আদল শব্দটি আরবি যার অর্থ হচ্ছে ভারসাম্য রক্ষা করা, ন্যায়বিচার করা, সোজা করা ইত্যাদি। ইসলামী শরিয়তের পরিভাষায় ব্যক্তি ও মানব জীবনের সব শাখায় শরিয়তসম্মত জীবন বিধানে যার যে হক বা পাওনা তা আদায়ের সুব্যবস্থা করা সম্পর্কিত কর্মকাণ্ডকে আদল বলা হয়। অত্যাচারের প্রতিবিধান এবং বিচারে ন্যায়ের মানদণ্ড এমনভাবে ধারণ করা, যাতে পক্ষদ্বয়ের কারও প্রতি পক্ষপাতিত্ব না হয়; এটাও আদল। বস্তুত, জীবনের প্রতিটি ক্ষেত্রে কথাবার্তা, কাজকর্ম আচার-আচরণ, ন্যায়নীতি ও সুবিচার প্রতিষ্ঠা করা ফরজ। যেহেতু ইসলাম ন্যায়বিচার করার নির্দেশ দিয়েছে, তাই আদল-ই হলো ন্যায়বিচারের একমাত্র উপায়।

আর ন্যায়নীতি অনুযায়ী বিচারকার্য সম্পাদনা করাই হলো ইনসাফ। এর বিপরীত হলো বেইনসাফ। সামাজিক জীবনে আদল বা ন্যায়বিচার তথা ন্যায়নীতি ইসলামের এক অপরিসীম গুরুত্বপূর্ণ অধ্যায়। মহান আল্লাহ যেমন আদিল বা ন্যায় বিচারক, তেমনি মানব জাতিকে তাদের সামগ্রিক জীবনে আদল প্রতিষ্ঠা করার তাগিদ দিয়েছেন_ নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন, যেন তোমরা প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের কাছে পৌঁছে দাও। আর যখন তোমরা মানুষের মধ্যে কোনো বিচার-ফয়সালা কর, তখন ইনসাফভিত্তিক ফয়সালা কর।

আল্লাহতায়ালা তোমাদের সদুপদেশ দেন। নিশ্চয়ই আল্লাহতায়ালা শোনেন এবং দেখেন। (সূরা আননিসা : ৫৮) অন্য সূরায় মহান আল্লাহতায়ালা বলেন, নিশ্চয়ই আল্লাহতায়ালা ন্যায়বিচার, সদাচরণ এবং আত্মীয়স্বজনকে দান করার আদেশ দিয়েছেন এবং তিনি অশ্লীলতা, অপছন্দনীয় কাজ এবং অবাধ্য হতে নিষেধ করেছেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখ। (সূরা আননহল : ৯০) যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই কাফের।

(সূরা আল-মায়িদাহ : ৪৪) হাদিস শরিফে বর্ণিত আছে, হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন : নিশ্চয়ই যারা ইনসাফ ও ন্যায়বিচার করে আল্লাহর কাছে তারা নূরের মিম্বরে আসন গ্রহণ করবে। তারা হচ্ছে এমন সব লোক যারা তাদের বিচার ফায়সালার ক্ষেত্রে পরিবার-পরিজনের ব্যাপারে এবং যেসব দায়-দায়িত্ব তাদের ওপর অর্পণ করা হয়; সেসব বিষয়ে ন্যায়পরায়ণতা ও সুবিচার করে। (সহিহ মুসলিম)। আল্লাহতায়ালা আমাদের দেশের শাসন ব্যবস্থা যারা পরিচালনা করেন তাদের ন্যায়বিচার করার তাওফিক দান করুন এবং আমরা যেন সবাই ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারি, তার সুব্যবস্থা আল্লাহ যেন তৈরি করে দেন। আমীন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।