আমাদের কথা খুঁজে নিন

   

'ইনসাফ' প্রতিষ্ঠার দশম সংসদ : মেয়াদ হবে প্রায় দুই বছর

আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে

একদিন পরেই দশম জাতীয় সংসদ নির্বাচন। যদিও এর মধ্যেই কোনো এক মিরাক্যাল ঘটে যাবে এবং নির্বাচন স্থগিত হয়ে যাবে- এমন একটা ভাবনা ভাবতে চাইছেন কেউ কেউ। তবে এতটা আশাবাদী হতে ইচ্ছে করছে না। তাই ধরেই নিচ্ছি, ৫ জানুয়ারি ২১৪ রোববার নির্বাচন হচ্ছেই। শুধু নির্বাচন নয়, এর মাধ্যমে গঠিত হতে যাচ্ছে দশম জাতীয় সংসদ।

আর সেই সংসদের একচ্ছত্র অধিপতি হিসেবে আবারও প্রধানমন্ত্রী হয়ে ‌'তিনবারের প্রধানমন্ত্রী' খেতাব পেতে যাচ্ছেন 'গণতন্ত্রের মানসকন্যা'।

অন্যদিকে দেশে জনমতের যে প্রতিফলন তাতে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলে 'আপসহীন নেত্রী'র চতুর্থ বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে যাওয়া নিশ্চিত। আর সুযোগ থাকলেও পাঁচ বছর পর বয়স কিংবা অন্য কোনো কারণে 'গণতন্ত্রের মানসকন্যা'র পক্ষে আবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। এর মানে কী দাঁড়াল, একজন চার বারের প্রধানমন্ত্রী আরেকজন দুই বারের প্রধানমন্ত্রী। এটা কোনো ইনসাফের কথা হলো?

অতএব, একতরফা নির্বাচনই করতে হবে।

এর জন্য দেশে যত মানুষ মরে মরুক, যত অশান্তি হয় হোক তবু, 'ইনসাফ' প্রতিষ্ঠার জন্যই ৫ জানুয়ারি নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচনের পর সংসদ গঠন করাও প্রয়োজন, সেই একই কারণে। তবে সেই সংসদের মেয়াদ যে পাঁচ বছর হবে না, 'গণতন্ত্রের মানসকন্যা' সেটা নিজেই স্বীকার করেছেন। আসলেই সেটা পাঁচ বছর হওয়ার দরকারও নেই। তবে দশম সংসদের মেয়াদ যেন ৬ষ্ঠ সংসদের চেয়ে কোনক্রমেই কম না হয়, সে ব্যাপারে আমাদের আকুল আবেদন থাকবে।

কেননা এটা একটা ইজ্জতের ব্যাপার।

দশম সংসদের নিম্নসীমা তো বোঝা গেল কিন্তু এর ঊর্ধ্বসীমা অর্থাৎ সর্বোচ্চ কতদিন হতে পারে? সেই ব্যাপারেও আমাদের একটা আবেদন থাকবে। ঊর্ধ্বসীমার ব্যাপারে আমাদের আবেদন হলো, এটা যেন কোনভাবেই পৌনে দুই বছর অর্থাৎ প্রায় দুই বছেরর বেশি না-হয়। কারণ ২০২১ সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি, এটা অন্য কাউকে পালন করার সুযোগ দিয়ে স্বাধীনতাকে 'কলঙ্কিত' হতে দেওয়া যায় না।

আর ২০২১ সাল আসতে এখনও সাত বছর বাকি।

তাই আগামী প্রায় দুই বছর পর দশম জাতীয় সংসদ ভেঙে অর্থাৎ ২০১৫ সালের শেষ দিকে একাদশ সংসদ নির্বাচন দিলে যদি অন্য কোন দল ক্ষমতায় চলেও আসে তাতেও সমস্যা হবে না। কারণ ওই সরকার পাঁচ বছর ক্ষমতায় থেকে নিজগুণেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। অর্থাৎ দ্বাদশ সংসদে আবার 'গণতন্ত্রের মানসকন্যা'র দল। আর এটা নিশ্চিত করতে হলে দশম সংসদকে কোনোভাবেই পৌনে দুই বছরের বেশি ক্ষমতায় থাকা চলবে না।

তাই দশম সংসদকে এমনভাবে ক্ষমতা ছাড়তে হবে যাতে, দ্বাদশ সংসদ নির্বাচন ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হয়।

সেটা করা সম্ভব হলেই কেবল দেশের রাজনীতিতে 'ইনসাফ' প্রতিষ্ঠার পাশাপাশি সকল দিকই রক্ষা করা সম্ভব। আর জনগণ যদি এটা না-বুঝে, তাহলে এর দায় তাদেরকেই নিতে হবে। (রাজনৈতিক রম্য)



 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।