আমাদের কথা খুঁজে নিন

   

ইনসাফ

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

কবিতার 'ক'ও যারা বোঝে না মাবুদ তাদের মিলিত সাক্ষ্যে হয়েছে সাবুদ কুফরি আমার। সেই রাহুর বিচার হেরিয়া সয়েছো জানি বেদনা অপার। এ জগতে ইনসাফ আছে কি কোথাও? আইনের ব্যভিচারে বিচার উধাও। কারা রচে কারা পালে কানুন-বিধান কাঁহাতক বোঝে তারা নিখিল-নিদান? কায়েমী স্বার্থ হাসে আইনের পাছে দেমাকের ঊনতাও নিহিতই আছে। বেহুদা নালিশ বিধি বেহুদা সালিশ ক্ষমতার বাহুডোরে বিধান বালিশ। বিচার চাই না তাই চাই ইনসাফ তা না হলে ইনসান হবে সাঁই সাফ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।