আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।
। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই : বিশ্বনাথ থানা থেকে প্রায় একশত গজ দুরে অবস্থিত নৈশ প্রহরীদের ফাঁকি দিয়ে আল-হেরা শপিং সিটির দুটি দোকানে দুর্ধর্ষ চুরির সংঘঠিত হয়েছে। এতে ওই দুটি দোকানের নগদ টাকাসহ প্রায় দশ লক্ষ টাকার দুই মালামাল চুরের দল নিয়ে যায়।
জানাগেছে, গত শনিবার গভীর রাতে উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটির পিছন দিকে কয়েকজন চুরি ভিতরের প্রবেশ করে। চুরের দল আল-হেরা শপিং সিটির ভিতরের অবস্থিত দুটি দোকান আল-আমিন জুয়েলার্স ও রিয়াদ টেলিকম’র তালা ভেঙ্গে দোকান কোঠা ভিতরে প্রবেশ করে।
এসময় চুরের দল মার্কেটের আল-আমিন জুয়েলার্সের ১১ ভরি স্বর্ণ, ১২০ ভরি রোপা, নগদ চার হাজার টাকা ও রিয়াদ টেলিকম’র দোকানে থাকা একটি ল্যাপটপ,৬টি মোবাইল সেট, নগদ ২০ হাজার টাকা চুরের দল নিয়ে যায়। এতে উভয় দোকানের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। গতকাল ব্যবসায়ীরা দোকান কোঠা খুলতে এসে ওই দুটি দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে গতকাল সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভাঙ্গা তালা উদ্ধার করে। মার্কেটে দুইজন নৈশ প্রহরী থাকার পরও আল হেলা শপিং সিটির ভিতরে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
এব্যাপারে রিয়াদ টেলিকম’র মালিক শাহান আহমদ বলেন, সকালে দোকান খুলতে এসে দোকানের সাটারের তালা ভাঙ্গা পাই। পরে ভিতরে প্রবেশ করে দেখি নগদ টাকা, মোবাইল সেট ও একটি ল্যাপটপ নেই।
বিশ্বনাথ থানা পরিদর্শক (তদন্ত) চাঁন মিয়া বলেন, আল-হেরা শপিং সিটি চুরির সংগঠিত হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।