নাজমুল ইসলাম মকবুল
বিশ্বনাথে অভিনব ছিনতাই
সিলেটের বিশ্বনাথে গত শুক্রবার সকাল ১০ টার সময় উপজেলার অলংকারী গ্রামে ১০/১৫ জনের একদল মহিলা ও শিশু ভিুক আসে। তাদের প্রত্যেকেরই হাতে ছিল সাহায্য সংগ্রহের জন্য বস্তা। তারা উক্ত গ্রামের হাজী সজ্জাদ মিয়ার বাড়িতে যায় এবং সজ্জাদ মিয়ার মাকে বাড়ির আঙিনায় পেয়ে কেহ পায়ে ধরে কেহ গলায় ধরে এবং কেহ হাতে ধরে কান্নাকাটি শুরু করে বলতে থাকে আমাদের বাড়ি পদ্মা নদীর তীরে। নদীভাঙ্গনে আমাদের বাড়ীঘরসহ সব কিছু শেষ হয়ে গেছে। গত কয়দিন ধরে আমরা কিছু খাই নাই।
আমাদেরকে দয়া করে কিছু খাবার ও সাহায্য দেন। এতগুলো মানুষের একযোগে হাত পা ও গলায় ধরে কান্নাকাটি দেখে তিনি হতভম্ব হয়ে যান এবং তাদেরকে সাধ্যমতো সাহায্য সহযোগিতাও করেন। কিন্তু সাহায্য নেওয়ার পর ভিুকের দলটি দ্রুত স্থান ত্যাগ করে। কিছুন পর সজ্জাদ মিয়ার মা গলায় হাত দিয়ে দেখেন তাঁর গলার প্রায় তিন ভরি ওজনের সোনার চেইন হাওয়া হয়ে গেছে। পরে অনেক খুজাখুজি করেও ভিুকের দলটিকে পাওয়া যায়নি।
লোকজন জানান তারা একদল ভিুককে সিএনজি ফোরস্ট্রোকযোগে দ্রুত চলে যেতে দেখেছেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। বর্তমানে উক্ত এলাকায় বহিরাগত ভিুকদের উপর ব্যাপক নজরদারী চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।