আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বনাথে চমক দেখালেন ইলিয়াছপত্নী!

ইলিয়াছ বিহীন বিশ্বনাথে চমক দেখালেন তাহসিন রশিদ লুনা। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে লুনার সমর্থিত প্রার্থী সুহেল আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী পংকি খানকে ৭ হাজার ৩৩৩ ভোটের ব্যবধানে পরাজীত করেছেন।

নির্বাচনের আগে বিশ্বনাথে সুর ছিল যে, এবার শুধু আওয়ামী লীগ-বিএনপির লড়াই নয়, এবার শফিক চৌধুরী ও লুনার লড়াইও হবে। সে হিসেবে এই দুই হেভিওয়েটের লড়াইয়ে শেষ হাসিটা ইলিয়াসপত্নী লুনাই হাসলেন।

এমনকি সিলেটের উপজেলা নির্বাচনে কেন্দ্র থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিনকে দায়িত্ব দেওয়া হলেও বিশ্বনাথে নিখোঁজ ইলিয়াজ আলীর স্ত্রীকে দায়িত্ব দেয়া হয়। এই উপজেলায় লুনার মনোনিত প্রার্থীই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

তবে নির্বাচনের আগে বিএনপির অনেকেই সুহেল চৌধুরীর জয়ের ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন। কেউ কেউ মন্তব্য করেছিলেন, সুহেল আহমদ চৌধুরী গত উপজেলা নির্বাচনের মতো এবারও শোচনীয় পরাজয় বরণ করবেন। কিন্তু ভোটের হিসেবে সব পাল্টে গিয়ে সুহেল আহমদ চৌধুরী এখন উপজেলা চেয়ারম্যান।

তাঁর এই বিজয়কে অনেকেই তাই চমক হিসেবেই দেখছেন।

কেউ কেউ বলছেন, ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর আকাশচুম্বী জনপ্রিয়তাই সুহেল চৌধুরীর জয়ের পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে। আবার কেউ কেউ মনে করছে ইলিয়ছ পত্নীর কারণে সুহেল বিজয় অর্জন করেছেন।

এদিকে, দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করায় ইলিয়াস আলীর গ্রামের বাড়ির কেন্দ্র বিশ্বনাথ উপজেলার রামধানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যায়নি কোন ভোটার। ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় ভোটদান থেকে বিরত থেকে নিরব প্রতিবাদ জানান তারা।

ফলে দিনশেষে ভোটকেন্দ্রে কাস্টিং ভোটের পরিমাণ ছিল শূণ্য। কিন্তু উপজেলা নির্বাচনে উৎসবমূখর পরিবেশে ভোটাররা ওই কেন্দ্রে ভোট দেন। ইলিয়াসপত্মী লুনাও তার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ওই কেন্দ্রে ভোট দেন।

জানা গেছে, এবারের উপজেলা নির্বাচনে বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন করেছেন ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা। দল সমর্থিত প্রার্থী বিএনপি নেতা সোহেল আহমদ চৌধুরীর পক্ষে কাজ করতে তিনি নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের।

সার্বক্ষনিক খোঁজ রেখেছেন নির্বাচনের। তাই এবার উপজেলা নির্বাচন নিয়ে বিশ্বনাথে সরব বিএনপি নেতাকর্মীরা। এমনকি স্বয়ং লুনাই ভোট দিতে আসেন ভোট কেন্দ্রে। বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রে গিয়ে ভোট দেন ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা।

প্রসংগত, বিশ্বনাথ উপজেলায় বিএনপির সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী (কাপ-পিরিচ) প্রতিক নিয়ে ৩৩,৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফিরোজ খান পংকি (মোটর সাইকেল) প্রতিক নিয়ে ২৬,০৫৫ ভোট পেয়েছেন। আর জামায়াত সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকী (আনারস) প্রতিক নিয়ে ১৪,৬৯৪ ভোট পেয়েছেন। উপজেলার ৬৬০২৪ জন পুরুষ ভোটার ও ৬৬২৪৪ জন নারী ভোটার রয়েছেন। উপজেলায় মোট ভোটার ১,৩২,২৩৭জন। - 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.