আমাদের কথা খুঁজে নিন

   

গদ্য কাব্য

সেই পথহারা পথিক যে চলছে তার ঠিকানার খোজে এ হয়তো একটি কাব্য ই তবু যেন ছন্দহীন নিরেট গদ্য থরে থরে যে কত অপ্রিয় সত্য বড় অসুন্দর লাগে এ কি হতে পারত এক ভালবাসর কথা যেখানে 'মায়ের সন্তান' কিংবা 'তুমি আমি' নয় যেন এ ভালবাসা মানুষে মানুষে হৃদয়ে হৃদয়ে এ কি হতে পারত এক মিলন কথা যা কবি ভাবে তার কাব্যে অথবা স্বপ্নের বিলাসিতায় তবুও একাব্য যেন এক নিরেট গদ্য ভালবাসা যেন আজ মায়ের সন্তানে আর তুমি আমিতেই সীমাবদ্ধ কবির কাব্য স্বপ্নের বিলাসিতা বড় অস্পষ্ট, ধোয়াশা লাগে এ কাব্য শুধু যেন ই এক নিরেট গদ্য যার থরে থরে যে কত অপ্রিয় সত্য বড় অসুন্দর লাগে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।