আমাদের কথা খুঁজে নিন

   

গদ্য গান পদ্য গান



দুনিয়াজুড়েই গানের লিরিকে অন্ত্যমিল থাকে। বাংলা গানের লিরিকে অন্ত্যমিলের সাথে আরো বাড়তি মিলও অনেক সময় থাকে শ্রুতি মাধুর্য বাড়াবার জন্য। বাংলা গানের প্রবাদ পুরুষ রবীন্দ্র নাথ লিরিকেরও রাজা। ( কিসের রাজা নন তার জন্য আলাদা গবেষণা হতে পারে ) সেই তিনিই কিনা লিখলেন আস্ত একটা গদ্য গান ! সারা গানের কোথাও মিলের কোন কারবারই নেই ! রসিক জনের জ্ঞাতার্থে গানটির বাণী তুলে দিলাম- এসো শ্যামল সুন্দর আনো তব তাপ হরা তৃষা হরা সঙ্গ সুধা বিরহিণী চাহিয়া আছে আকাশে সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে নয়নে জাগিছে করুণ রাগিণী। ।

বকূল মুকুল রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে- বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে মন্জীর রুনু রুনু। । এবার আসা যাক পদ্য গানে। মায়ার খেলা গীতিনাট্যের এ গানটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমের অন্ত্যমিল- অলি বার বার ফিরে যায় অলি বার বার ফিরে আসে তবে তো ফুল বিকাশে। ।

কলি ফুটিতে চাহে, ফোটে না, মরে লাজে, মরে ত্রাসে। । ভুলি মান অপমান দাও মন প্রাণ নিশি দিন রহো পাশে, ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও হৃদয় রতন আশে। । ফিরে এসো, ফিরে এসো- বন মোদিত ফুল বাসে আজি বিরহ রজনী ফুল্ল কুসুম শিশির সলিলে ভাসে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।