আমাদের কথা খুঁজে নিন

   

তবুও একবার স্পর্শে এসো

আমার লেখা পড়ে.................. তবুও একবার স্পর্শে এসো হয়ত আবার কখনও দেখা হবে- নগর জুড়ে তখন তিনতলা রাস্তা কিছু কিছু মানুষ উড়ে বেড়ায়- ব্যস্ততা যা ছিল আজ বেড়েছে আরও, সোনা বাবু বলে আদর পায় না কেউ মানুষরা আরো হাতড়ে খোঁজে মানুষ , ব্যাস্ত ভাবে তখনও হন হন করে ফিরে যায় অমানুষ- বই মেলার বই বগলে , হয়ত সাঁঝ বাতির তলায় স্বপ্ন বুনছে তখনও কোন তরূণী, লাজুক- বুকে হাত আসবে কোন রাজ পুত্র, উঞ্চতার খোঁজে , নগরে রাস্তার পাশে নারীর সাথে খদ্দর খোঁজে কার্মাত পুরূষ ক্লান্ত নারীর আশায়। হয়ত আবার দেখা হবে এমন কোন সময়ে। হয়ত তখন কথা হবে না আর গালের টোল চলে গেছে গালে ভিতর । হয়ত কখনও কথা হবে তখন সমুদ্রের ঝড় খবর পৌছায়, নাগরিক মানুষেরা কুনাগরিক হয়ে প্রসাধনী ছাড়াই ভালবাসে-ভালবাসায়, নগরের পথে পথে স্বপ্ন বিলায় তরুণ-তরূনী মহৎ ত্যাগের মহা আনন্দ নিয়ে-পথে পথে, হয়ত ক্ষুধার্ত কোন কবি দাড়ালেই-সুখাদ্য , মধ্যরাতে ট্রেণ নিয়ে আসে হারানো প্রিয়জন, গায়ের পথে পথে যাত্রাপালার বিরহ অশ্রু, দিঘীর কালো জলে কাকের ছায়ায় সঙ্গম, মানুষ ক্রমাগত মানুষ, একটাই দেশ ধুলো বালি ভূলে গিয়ে ফুল ছোঁয় পা, কোন মায়াবতী মেঘের সন্ধ্যায় ভূলে আসে যান্ত্রিক সম্ভাষন, অনিমেষে হয়ত এর পরও দেখা হবে না চোখেু দৃষ্টি ঢুকে গেছে চোখের ভিতর। হয়ত আবার দেখা হবে কখনও অথচ কথা হবে না আর হয়ত আবার কথা হবে কখনও অথচ দেখা হবে না আর- জীবন চলে গেছে জীবনের নিয়মে ফেলে আসা জীবনের বস্তা আর টিকেট হাতে নির্দিষ্ট ট্রেণের আকাংখায় দাড়িয়ে- গন্তব্যে তবুও একবার স্পর্শে এসো, শেষবার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।