শৈশবের বেড়ে ওঠা সময়ে দুধ দিয়ে ভাত খাওয়ার পর থালায় জল ঢেলে দিয়ে মা বলতেন, এটা খেয়ে নে। তাড়াতাড়ি বড়ো হবি। শুনে চোঁ চোঁ করে দুধ ভাতের তলানি মেশানো জল খেয়ে নিতাম।
বড় হওয়ার তাগাদা ছিল ভীষণ।
শৈশবেই রোদ জড়ো করা আকাশের হাসি, মেঘ জড়ো করা আকাশের কান্না, আকাশের দিনরাত্রি দেখা হয়ে গিয়েছিলো।
তখন থেকেই ইচ্ছে ভীষন, আকাশটাকে যদি ছুঁতে পারতাম!
মা তখন বলতেন বড়ো হ। আকাশ ছুঁতে পারবি।
তাই দ্রুত বড়ো হতে চাইতাম।
বড়ো হয়ে বুঝলাম আকাশ ছোঁয়া যায় না।
কিন্তু আকাশ এমন যে তাতেও ভালোবাসা টলে না।
আকাশ আমাকে ছুঁয়ে থাকে যে।
আমার সুখে দুখে সবসময়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।