আমাদের কথা খুঁজে নিন

   

তবুও আমি



তবুও গিয়েছিলাম আমি কবরের পাশে শুয়ে থাকা আত্মা দেখতে বুলটে আর বেয়োনেটেরে হত্যা । সে এক বদ্ধভূমি স্নেহের মত জড়িয়ে আছে লতা সুখচোরা ঘাস কুয়াশার শিশিরে ধোয়া কান্না । এক ফালি প্রস্তরে কেউ লিখে গেছে বেদনার বাণী । হারানো কিশোর , শিশু আর যুবক চোখ মেলে চেয়েছে কবর থেকে । বীণার মত কান্না মায়ের বুকে মা যেন বলছে ডেকে আয় খোকা বাপ আমার ছুটে আয় কোলে গৃহবধু বলছে কেদে দেখো আর নেই ভয় আমি বীরঙ্গনা আমি মৃত্যুরে করেছি জয় । এত দুঃখ এত কান্না এত অশ্রুর জল তবুও এদের চোখে তাকিয়ে থাকি এদের নয়ন মুদে শীতল বারিধারা, বদ্ধভুমির দক্ষিনে কালো পাথরে কি জানি কার লেখা নাম তারি পাশে , র্ঘূনি চরায়ে আমি আকাশ ছোব মা আমার পটে ভরে নাই খাইয়ে আমারে সাজায়ে দাও আমি আকাশ ছোব । যেন এক ফোটা রক্ত মিশে আছে পাথররে গায় । এইখানে পোড়ামাটি মাটির গন্ধে মিশে আছে শিশু মোটা অক্ষরে লখো তাই শিশুটি কাঁদছিল মায়ের কোলে মার বুকে দুধ নাই রক্ত ছিল হাতে তাই ঠোটে দিয়ে ঘুম পাড়ায় বুকে । এইখানে সবুজ ঘাস দূর্বাদল এইখানে রাঙ্গা নিশান ঝরেছে যুবক পায়ে বাধা চোখ, বাধা হাতে লুটায়ে পড়েছে মাটির ঘ্রানে ইটের দেয়ালে লেখা তাই, তোমাদের জন্য রেখে গেলাম শ্যামল ঘ্রান বাতাসের গায়ে স্বাধীনতা রেখে গেলাম তোমাদের মুক্ত প্রান রেখে গেলাম আমার স্বাধীনতা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।