ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ
আর কখনো এই কাঙাল হৃদয়টাকে নিয়ে
তোমার সামনে দাড়াবো না
ভস্মিভূত হয়ে যাক হৃদয় আগুনে পুরো শরীর
আগুনের লেলিহান শিখা ছড়িযে যাক
গ্রাম থেকে গ্রামান্তর, দেশ থেকে দেশান্তর
তবুও না, তবুও না ।
আর কখনো এই কাঙাল হৃদয়টাকে নিয়ে
তোমার সামনে আকুতি করবো না
মুছে যাক পৃথিবীর তাবৎ কবিতার খাতার অক্ষর
ইতিহাসে লিপিবদ্ধ সব বীরত্বগাঁথা
আকাশ ভেঙ্গে পড়ুক জমিনের উপর
মঙ্গলে মানুষের বসবাস শুরু হোক
তবুও না, তবু না ।
আর কখনো এই কাঙাল হৃদয়টাকে নিয়ে
তোমার সামনে অশ্রুজলে ভাসবো না
সদ্য ভূমিষ্ট শিশু কান্না থামিয়ে দিয়ে
কথা বলতে শুরু করে হাজার বছর বয়সী
কোন বৃদ্ধের মত, মুছে দিতে চায় অশ্রুজল
তবুও না, তবুও না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।