আমাদের কথা খুঁজে নিন

   

তবুও

সঞ্জয় মিঠু

তুমি ভীষণ ঘুম কাতুরে, শুক্লা দ্বাদশীর বিশাল, রূপার থালার চাঁদটা যখন আকাশে, মতিয়াখালীর বড় মাঠটা ভেসে গেছে- চারিদিকে আলোর থৈথৈ, তুমি পাশ বালিশে মাথা গুঁজে, বিভোর অন্যরাজ্যে ইচ্ছা ছিল, প্লাবিত মাঠের শেষ সীমানায় পৌছাঁব, তোমার হাত ধরে, পায়ে পায়ে- সমস্ত মাঠ একা, একা কিন্তু সীমান্তে? কালো আকাশ ঢেকে দিল, রূপার থালা। আমিও হাতড়ে ফিরেছি বটের শিকড়ে। কালো মিনির মত আমার তীক্ষ চোখ নেই। ইচ্ছা পূরণের সহযাত্রী নেই। বেদনারমত বিশাল নদী আছে। ক্লান্ত হয়ে যখন শিয়রে হাত বাড়িয়েছি- ধু ধু বালুচরের শূণ্যতার মত, অন্যকিছু আমায় কুড়ে, কুড়ে খেয়েছে। তবু তুমি মখমলের চাদরে, কাশ্মীমির বালিশে-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।