আমাদের কথা খুঁজে নিন

   

সংঘর্ষের কিছু ছবি-প্রাইমএশিয়া ইউনিভার্সিটি,সাউথ-ইস্ট ইউনিভার্সিটি

শহরে নতুন..... আরো ছবি..... বিকেলে রাজধানীর বনানীতে এ দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের সময় অন্তত ৩০ জন আহত হন। দুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও কামাল আতাতুর্ক এভিনিউয়ে বেশ কয়েকটি ভবন ও গাড়ি ভাঙচুর করে উছৃঙ্খল ছাত্ররা। গুলশান জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিজামুল হক জানান, ক্যান্টিনে খাওয়া নিয়ে দুই দল ছাত্রের কথা কাটাকাটির জের ধরে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও সাউথ-ইস্ট ইউনিভার্সিটির ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পৌনে ৫টার দিকে কাঁদানে গ্যাস ছুঁড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক গিয়াসউদ্দিন আহম্মেদ সন্ধ্যায় জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আর সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও রবি ও সোমবার বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব) আলী আম্বিয়াল হক খান। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির এক ছাত্র প্রায়ই এক ছাত্রীকে উক্ত্যক্ত করতো, সেই ছাত্রী ক্যম্পাসে এসে বিষয়টি জানালে সাধারণ ছাত্ররা এর প্রতিবাদ করে। তবে সেই ছাত্রীর পরিচয় জানা যায়নি । দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশ সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এবং আশেপাশের সড়কগুলোতেও ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষ থামাতে না পেরে বিকাল সাড়ে ৪টার দিকে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে শুরু করে পুলিশ। এরপর পৌনে ৫টার দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ে যান চলাচল শুরু হয়।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.