পুলিশের কাজে বাধা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে হাটহাজারী থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলী মঙ্গলবার সকালে মামলাটি দায়ের করেন।
হাটহাজারী থানার ওসি কে এম লিয়াকত আলী জানান, মামলার এজাহারে ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো চার/পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।
রোববার রাতে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকার মতিঝিলে অবস্থানরত হেফাজতকর্মীদের সরিয়ে দেয়ার পর সোমবার দুপুরে সংগঠনটির আমির আহমদ শফীকে আটকের গুজবে হাটহাজারীর হেফাজতকর্মী ও মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ ও ভাংচুর শুরু করে। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় সংঘর্ষ। এতে এক সেনা সদস্যসহ পাঁচজন নিহত হন।
নিহত সেনা সদস্য সার্জেন্ট সাইদুর রহমানের পরিবার একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে ওসি লিয়াকত জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।