একটা সময় কার হাতের লেখা কতটা সুন্দর সেটি নিয়ে রীতিমত অদৃশ্য প্রতিযোগিতা হতো স্কুলে। এখন হয় কিনা জানিনা।
আমার নিজের কলম হাতে নিলে আজকাল ব্যাথা হয়। বেশিক্ষন লিখতে পারিনা। লেখার তেমন একটা প্রয়োজনও পড়েনা।
ক্রেডিট কার্ডে কেনাকাটার পর রিসিটে সই করা ছাড়া কলম খুব একটা হাতে নেয়াও হয়না। শেষ চিঠি কবে লিখেছি মনে নেই। মাঝে মাঝে মা'র কাছ থেকে রান্নার রেসিপি নিই ফোনে, তখন কলম একটা লাগে বটে, কিন্তু দু'লাইন লেখার পর হাত টনটন করে - লেখার অভ্যাস নেই যে।
নিজের লেখার দিকে তাকালে এখন হতভম্ব হয়ে পড়ি, বিশ্বাসই হয়না যে এগুলো আমার লেখা। যে আমি কোন একসময় হাতের লেখা প্রতিযোগিতায় স্কুলে পুরস্কার পেয়েছিলাম, সেই আমি আজ এই কম্পিউটারের যুগে হাত দিয়ে লিখতে ভুলতে বসেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।