...গন্তব্যহীন যাত্রায় পথচারীকে সন্ত মনে হয়! ⎝⏠⏝⏠⎠
আজ ছিল সঞ্চীব চৌধুরীর জন্মদিন।
কবি-গল্পকার-সাংবাদিক-গায়ক এক কথায় বহুবিধ গুনের সমষ্টি ছিলেন তিনি। সংবাদপত্রের পাঠক সংগঠনের প্রবক্তা এই সাংবাদিক ছিলেন বিীপ্ত মনের অধিকারী। হয়তো সৃষ্টিশীল মানুষগুলো এমনই হয়! আবার তার পাশাপাশি হয় বুঝি ক্ষণজন্মা!
‘দলছুট’ এর ব্যতিক্রমী গায়কী ও গানের বচনে যে স্বাতন্ত্র ছিল, তার মূলে সঞ্চীব ছিলেন গুরুত্বপূর্ণ নিয়ামক। সঞ্চীব নেই, ভাঁজ খোলার গান আর কে গাইবে! এই অস্থীর সময়ে তাঁর মতো, তাঁরই জন্যে আমাদের চোখটা পুড়ে! বায়োস্কোপ এর নেশা ছেড়ে চলে গেলেন সঞ্চীব চৌধুরী।
আমি তাঁকে খুব পছন্দ করতাম তাঁর স্বাতন্ত্রেও জন্যে। কবিতার ভাষা ফুটে ওঠতো তাঁর গানে। প্রতিটি গানকেই যেনো মনে হতো কবিতা। তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করছি হৃদয়ের গভীর থেকে।
সঞ্চীব চৌধুরীর একটা গানের কিছু লাইন ছিলো এমন-
“...
থাকি অন্য ঘরে গান গাই অন্য সুরে
এ ঘর অন্ধকার তারার আলো কোন ঘরে?
ঘরে ফিরবো না, ঘরে ফেরার কিছু নেই ...”
আমার পোষ্টটা তাঁকেই উৎসর্গ করছি।
*** অনেক জনপ্রিয় ও স্মরণীয় গানের স্রষ্টার কিছু গান ইচ্ছে করলে ডাউনলোড করতে পারেন এই লিঙ্কগুলো থেকে-
দরিদ্র.কম
অদেখাডটনেট
banglamp3s.com
freefellows.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।