এক অণু মানব এবং এক অণু মানবীর পারস্পরিক রাসায়নিক বিক্রিয়ার পর দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ সহযোগে একীভূত অঙ্গদ্বয় বিক্রিয়ার ফল স্বরূপ উদ্ভূত তৃষ্ণা নিবারণার্থে কোনরূপ প্রভাবকের উপস্থিতি ব্যতিরেকেই পুনরায় পূর্বাকৃতি লাভ করে। প্রারম্ভেই উল্লেখিত অণুদ্বয় চমকিত এবং ভাবিত হয়; বিক্রিয়ার দ্বারা আত্মার একীভবন সম্পন্ন হইয়াছে কি? তৃষ্ণা নিবারণপূর্বক সাংসারিক মিথস্ক্রিয়া সংক্রান্ত আলোচনা শুরু হইলে অণুদ্বয়ের পারস্পরিক সম্পর্কের মাঝে ব্যাপক সমমেরু চৌম্বকের ধর্মাবলী পরিস্ফূট হয়! এক্ষণে সমস্ত বিক্রিয়া সমাপিত হইলে অণুদ্বয় পরস্পর পরস্পরকে বিকর্ষণ করত বিপরীতমুখী হইয়া অক্ষের দুইপার্শ্বে স্থিরতা প্রাপ্ত হয়। মার্চ ৩, ২০১২ সেম্বাওয়াং ড্রাইভ, সিঙ্গাপুর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।