আমাদের কথা খুঁজে নিন

   

শিশুর অটিজমঃ তথ্য ও ব্যবহারিক সহায়তা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। একুশে বই মেলা ২০১০

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

যাওয়ার কথা মহাখালী গিয়া পৌছাইলাম পাবলিক লাইব্রেরী! 'আফগান গার্ল ক্যান কিক' ছবিটা দেখতে যুইত পাইতে ছিলাম না। এমন সময় পকেটের ফোন নইড়া উঠল সেই উছিলায় বাইর হইয়া পড়লাম। মেসবা (বানান ঠিকাছে কিনা কে জানে, এই পাবলিকের নাম যত বার লিখি ঠিক মত লিখতে পারি না! সেই কারনে অর্ধেক নাম লেখলাম, ভুল কম হবে। ) ফোন করছিল, কল ব্যাক কর্তেই কইল আইয়া পড়েন আইয়া পড়েন।

আমরা সবাই নজরুল মঞ্চে। নুশেরার বইয়ের প্যাকেট খুলব! দুই দিন আগে গিয়া মেলা থেইকা ব্লগার গ কিছু বই সংগ্রহ কইরা আনছিলাম। তার মধ্যে নুশেরার বইটাও আছে। ভাবলাম যাই, গিয়া দেখি... মেলায় মাইকের শব্দে টেকা দায়, বিশাল শোরগোল! নুশেরার বইয়ের মোড়ক উন্মোচন হইতেছে, জ্ঞ্যানি লোকেরা কি কি জ্ঞানের কথা বলতেছেন কোন কথাই বুঝতেছিনা মাইকের বাদ্য বাজনায়! তবুও ভাবলাম ছবি দেখে হয়ত মেয়েটা খুশী হবে তাই ক্যামেরাটা চালাইয়া রাখলাম। ক্যামেরার সামনে যারা ছিলেন তাদের ছাড়াও আরো অনেকেই জড়ো হইছিলেন নুশেরা তাজরীনের বই "শিশুর অটিজমঃ তথ্য ও ব্যবহারিক সহায়তা" র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।

অনুষ্ঠানটা পুরাটাই ধারণ করছিলাম, বাড়ী ফিরা ভিডিওটা ক্যাপ্চার করে এমপি ফোর ফরমেটে কম্প্রেস করে ঢাকার স্লো নেট স্পিডে দিলাম আপ কইরা, আপলোড শেষ হইলে তা সকলে দেখতে পাবেন। নুশেরা, আপনের বাচ্চাটার জন্য শুভ কামনা, ভাল থাইকেন। শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.