আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ- হুমায়ুন স্যারের নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না! সারা মাস কাজের ঝাশেলায় বই মেলায় যেতে না পারার একটা কষ্ট ছিল, বই থেকে দুড়ে থাকার কষ্টটা সত্যই কষ্টের ! গতকাল মেলার শেষ দিনে একরকম অফিস ফাঁকি দিয়েই চলে গেলাম বই মেলায়, সময় কম থাকাতে খুব বেশি বই কেনা হলোনা, সেবা প্রকাশনি থেকে কিনলাম হেনরি রাইডার হেগার্ডের লেখা - শী এন্ড এল্যান নজরুল ইনষ্টিটিউট থেকে ২ টা বই আর আমাদের প্রিয় হুমায়ুন স্যারের নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ বাসায় ফেরার পথেই নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ পড়ে প্রায় শেষ করে ফেললাম কিছু বাকি অংশ পড়লাম বাড়িতে । হুমায়ুন স্যারের হিমু ,মিশির আলি পড়ে মুগ্ধ হই, কিন্তু নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ পড়ে মুগ্ধ হতে পারিনি, বরং ব্যাথিত হয়েছি, আর ব্যাথিত হয়েছি, এজন্য, যে মানুষটা কখনও কারো বিরুদ্ধে কোন অভিযোগ করেন কতটা ক্ষ্ট পেলে সেই মানুষটার লেখায় অভিযোগ চলে আসে, আমারা জানি যে আমাদের হুমায়ুন স্যার বর্তমানে কঠিন ভ্যাধি কোলন খ্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে আছেন, তার বর্তমান অবস্থা চিকিৎসা , চিন্তা ভাবনা পরবর্তি উদ্দোগ, মুলত এসব বিষয় নিয়েই লিখেছেন নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ পাঠক পড়লেই বুঝতে পারবেন , মনে হবে যেন হুমায়ুন স্যার এর পশে বসে আপনি স্যারের নিজ মুখে তার কথা গুলো শুনছেন । বইটা সমাজের সব স্তরের মানুষের পড়া ইচিৎ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।