আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিটি ধর্মে ধ্যান উল্লেখ যোগ্য গুরুত্বপূর্ণ বিষয

মশিউর রহমান প্রতিটি ধর্মে ধ্যান উল্লেখ যোগ্য গুরুত্বপূর্ণ বিষয । ধ্যানে বাড়ে জ্ঞান ,ধ্যান হল , একাগ্র চিন্তা স্রষ্টা ও তার সৃষ্টি বিষয়ে। এ চিন্তা বিভিন্ন ভাবে শুয়ে বসে উল্টাপাল্টা হয়ে ইচ্ছা মত, আবার অনেকে আসন গ্যারে বসে ধ্যান করে বা করেছে,এটা মুখ্য বিষয় না বিষয় হল একাগ্র চিন্তা স্রষ্টা ও তার সৃষ্টি বিষয়ে। কিঞ্চিৎ ধ্যানে শিব মহাদেব একাত্ববাদের জনক নবী হযরত ইব্রাহিম (আ) প্রায় নির্জনে একা চাঁদ তারা আকাশের পানে চেয়ে থাকতেন আর ভাবতেন । নবী রাসূল মুসা (আ) তুর পাহারে ধ্যান করেছিলেন টানা ৪০ দিন মতান্তরে বেশি বা কম। নবী রাসুল হযরত মহাম্মদ (সা) ধ্যান করতেন হেরা পর্বতের গুহায় কোন কোন সময় তার স্ত্রী বিবি খাদিজা (রা)তাকে খাবার দিয়ে আসতেন।এ বিষয়ে তিনি বলেন, স্রষ্টার সৃষ্টি নিয়ে এক প্রহর ধ্যান করা ৭০ বৎসরের এবাদত অপেক্ষা উত্তম...[আল হাদিস] এবাদত হল , পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ ও রাসূলের হুকুম ও আহকাম মান্য করা । যিশুও ধ্যান করেছেন .... গৌতম বুদ্ধ ধান করতেন.... মহাবীর নানকও ধ্যান করতেন.... স্বামী বিবেকানন্দও ধ্যান করতেন.... এক কথায় সকল মহামানবই ধ্যান করতেন ,,,,, কারন অধ্যাতিক জ্ঞান ধ্যান যোগেই আসে... সবায় যদি ধ্যান করে জ্ঞানী হয় তাহলে সেই জ্ঞানের চর্চার এত প্রকার ভেদ কেন???... মশিউর রহমান

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.