আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সকিনা আর ভারতের বীরবলের প্রেম উপাখ্যান একটি রম্য কাহিনী । ভাদা রা না পড়িলে উত্তম বটে ।

পুরান আমি নব ভাবনায় বিভোর.. সাম্প্রতিক বাংলার দামাল ছেলেরা ইন্ডিয়ার অসংখ্য ওয়েবসাইট হ্যাক করে ভারত কে সীমান্ত হত্যা, টিপাইমুখ বাঁধ এর যে জবাব দিয়েছে তাদের উতসর্গ করা হলো এই রম্য টি .। ভাদা রা না পড়িলে উত্তম বটে । বাংলার অপুর্ব রুপসী পল্লী কন্যা সকিনা । বাড়ির অসংখ্য কাজ ছাড়াও তার গরু ও গাভি চড়ানোও তাহার নিত্য দিনের অবশ্য করণীয় কর্ম বটে । তার বাড়ি পঞ্চগড়ের সীমান্তের এক ছোট্ট গ্রামে ।

সকিনা বুদ্ধিমতী ও চতুর । প্রত্যহ তাহাকে গরু চড়াতে সীমান্তের পাশের অনাবাদী চাড়ন ক্ষেত্রে যেতে হয় বৈকি । অপাড়ের ভারতীয় এক বি এস এফ জোয়ানের (বীরবল) সাথে তার সখ্যতা হয়ে যায় । কাঁটাতারের বেড়ার ওপাশ থেকে তার গৃহপালিত ছাগলের মত দেখিতে বীরবল তার পানে চেয়ে রয় । প্রতিদিন বীরবলের একি ঘ্যাঁনর ঘ্যাঁনর .।

"ওগো মোর সকিনা, কবে তোমারে কাছে পাব, কবে তোমারে একটু ছুঁইয়ে দেখিব আমি । আমার যে আর সহে না যাতনা .। " সকিনা কহে " সেই দিন দূরে নয় বীরবল" একদিন প্রাতে ঘটিল সেই ঘটনা । বীরবল সকিনা কে কহিল "আমি আজি এই কাঁটাতারের বেড়া দূর হতে লাফাইয়া ডিঙ্গাব । আমাকে আজিকে কেও রুখতে পারিবে না " !!!!! ৫০০মিটার দূর হইতে দৌড় লাগালো বীরবল .।

। দৌড়.। । দৌড়.। .।

। দৌড়.। অবশেষে বীরবল যখন লাফ দিলো এবং ভাগ্য গুনে ধপ(!!!) করিয়া সকিনার কোলে পড়িলো সকিনা কহিয়া উঠিলো। । "বীরবল.।

আহা আমার বীরবল " বীরবল কহিলো ঔ নামে আমাকে আর ডেকনা গো সকিনা .। তোমার বীরবল যে আর বীরবল নেই । আমার বল(বিঁচি) দুটো তো কাঁটাতারেই ফেলে এসেছি !!!!!!!!!!!!!! এখন আমি শুধুই বল ছাড়া বীর .। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.