সংখ্যা নয় যুক্তিই সবসময় সীদ্ধান্ত গ্রহনের পূর্বশর্ত "চুলার চারপাশে খাদ্য আর মদের জঞ্জাল, গরিবের ঘর তো" তৃতীয় বিশ্বের দেশগুলোর অবস্থাও এমন । তারা নিজেরা স্বপ্ন দেখতে পারে, তা বাস্তবায়নের পরিকল্পনা করতে পারে, কিন্তু বাস্তবে রূপ দিতে পারে না । এজন্য তাদের ধরনা দিতে হয় বিভিন্ন দাতা সংস্থার নিকট । সেখানেই প্যাচ । এখানেই খবরদারি ।
উন্নয়ন চুলোয় যাক । পরিকল্পনা কাটসাট করে দাতা সংস্থা তথা উন্নত বিশ্ব তাদের স্বার্থ হাসিল করে । পরিস্থিতি এমন আমার ঘারে কি রান্না হবে তা ঠিক করে ওরা ।
এ দাতাসংস্থা গুলোর নেতৃত্তে রয়েছে উন্নত বিশ্ব । তাই তৃতীয় বিশ্ব কখনই এর নেতৃত্তে যাবার স্বপ্ন দেখেনি ।
কিন্তু গত ২২ ফেব্রুয়ারী ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি বোর্ডের প্রতিনিধিদের সাথে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ড. ইউনুছকে বিশ্ব ব্যাংক এর প্রধান করার জন সমর্থন চাইলেন । শেখ হাসিনা অঘন ঘটন পটীয়সী (ইতিবাচক, নেতিবাচক উভয়ই ) এটা সবারি জানা । তাই বলে বিশ্ব ব্যাংক এর প্রধান ! যা কিনা বিশ্বের মহা শক্তি আমেরিকা তার নিজের সম্পত্তি বানিয়ে রেখেছে । সেখানেই তিনি হানা দিলেন ।
তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ১৯৪৬ সাল থেকে যে ১১ জন এ পদে ছিলেন , তারা সবাই আমেরিকান ।
অর্থাৎ এ পদ আমেরিকানদের ঐতিহ্যগত । যদিও এমন কোন আইন নেই যে এ পদ ধারিকে আমেরিকানই হতে হবে । কিন্তু ভোট পাওয়ার তো তাদের বেশি ১৫.৮৫% । এ ছাড়া জাপান ৬.৮৪% । চীন ৪.৪২% ।
জার্মানি ৪.০০% । ইউকে ৩.৭৫%। ফ্রান্স ৩.৭৫%। ভারত ২.৯১% । রাশিয়া ২.৭৭%।
সউদি আরব ২.৭৭%। ইতালি ২.৪২। স্বভাবতই আমেরিকার ভোট বেশী তাই তারা এর প্রধান হয় ।
বিশ্ব ব্যাংক গঠনের উদ্দেশ্যই ছিল পৃথিবী থেকে দারিদ্রতা কমানো । কিন্তু তা আজ কতটুকু সফল তা আমরা ভাল করেই জানি ।
আমেরিকা কখনোই তাদের স্বার্থ থেকে
তৃতীয় বিশ্ব এর স্বার্থ বড় করে দেখে নাই । তাই এর উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এমন একজন লোক দরকার যে সত্যিকারেই দারিদ্রতা হঠাতে সক্ষম । এ ক্ষেত্রে গরিবের ব্যাংকার নামে পরিচিত ড. ইউনুছ যে সর্বাধিক উপযুক্ত এ বিষয় কোন সন্দেহ নেই । তাই প্রধান মন্ত্রির এ প্রস্তাব হয়তো বিশ্ব ব্যাংক এর গুনগত পরিবর্তনের জন্য সকলের সাধুবাদ পাওয়ার যোগ্য ।
শেখ হাসিনা ঝানু রাজনীতিবিদ ।
গ্রামীণ ব্যাংক নিয়ে তাঁর সাথে ড. ইউনুছ সাহেবের একটু হলেও দণ্ড , যা তাঁর নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে, অপরদিকে এ বিষয় নিয়েই হিলারি ক্লিনটন এর সাথেও তাঁর শীতল সম্পর্ক । এদিকে বিশ্ব ব্যাংক এর পরবর্তী প্রধান হিসেবে বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে হিলারি ক্লিনটন এর নাম । যিনি কিনা, ড. ইউনুছ সাহেবের বন্ধুও । তো শেখ হাসিনা কি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন ? একটু অপেক্ষা করেই দেখিনা, কি হয় ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।